প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট (TET), প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা মূল্যায়নের জন্য একটি মূল পরীক্ষা। 2022 সালে, কয়েক বছরের বছরের ব্যবধানের পরে, লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন যে, এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ২০২২, ২০২৩ সালের মতো এই বছর অর্থাৎ ২০২৪-এও কি টেট পরীক্ষা হবে?
এর আগে, অসংখ্য অভিযোগ এবং দুর্নীতির অভিযোগের কারণে এই পরীক্ষা চাপের মুখে পড়ে। যার ফলে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দিনের জন্য স্থগিত হয়েছিল। বিভিন্ন আইনি সমস্যার পর, অবশেষে পরিস্থিতি 2022 সালেই স্থিতিশীল হতে শুরু করে। তারপর ডিসেম্বরে TET পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতি বছর টেট পরীক্ষার আস্বাস
প্রাথমিক শিক্ষা পর্ষদ আগে আশ্বাস দিয়েছিল যে, TET পরীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি।
2022 এর পর 2023 সালে টেট হলেও, এখন বোর্ডের সূত্রগুলি আরও ইঙ্গিত দিয়েছে যে 2024 সালে কোনও TET পরীক্ষা হবে না৷ আগের দুই বছর নিয়োগও হয়নি। এর মানে হল যে চাকরিপ্রার্থীরা, যাঁরা এক বছর ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের এখনও অপেক্ষা করতে হবে৷
প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি গৌতম পাল বলেছেন, ‘আমরা প্রথমে দ্রুত নিয়োগ করব, তারপর পরীক্ষা নেব।’ যদিও গৌতম পাল আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে TET পরীক্ষা প্রতি বছর হবে। এমনকি 2023 সালে দু’ বার নিয়োগ হবে বলেও জানান তিনি৷
কিন্তু দুর্ভাগ্যবশত, এই প্রতিশ্রুতিগুলির কোনওটিই বাস্তবায়িত হয়নি, এবং TET নিয়োগ প্রক্রিয়াও থমকে আছে৷
২০২৪-এ টেট পরীক্ষার সম্ভাবনা!
বছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি থাকায়, আগের নিয়োগ শেষ করার আগে নতুন পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ক্রমশই কম। তাই বর্তমান নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান না করেই, পুনরায় পরীক্ষা পরিচালনা করার চেষ্টা করলে বোর্ডের চ্যালেঞ্জ বাড়বে।
আরও পড়ুন: রাজ্যের কৃষি বিদ্যালয়ে পিওন নিয়োগ: মাসিক বেতন ২৯,০৩৪/- টাকা, অষ্টম শ্রেণি পাশে আবেদন করুন
এই বছর TET পরীক্ষা না হওয়ায়, সবথেকে চাপের বিষয় হল চাকরিপ্রার্থীদের সংখ্যা বাড়বে। আগের আইনি জটিলতার কারণে, এমনিতেই পরীক্ষায় বিলম্ব হয়েছে। এখন আবার পরীক্ষা না বসার খবরে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
প্রতিশ্রুতি অনুযায়ী টেট পরীক্ষা বসাতে বোর্ডের অক্ষমতা অনেক প্রার্থীকে হতাশায় ফেলেছে। শিক্ষকতার পেশায় ভবিষ্যত সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ওয়াকিবহাল মহল।