BCKV Peon Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় (BCKV) সম্প্রতি পিওন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমেই প্রার্থীদের নিয়োগ করা হবে, কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট হবে না। এই পদে যারা চাকরি পাবে তাদেরকে প্রতি মাসে ২৯,০৩৪/- টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গে যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে খুব সহজেই।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (BCKV) |
পদের নাম | পিওন |
শূন্যপদ | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি পাশ |
বেতন | ২৯,০৩৪/- টাকা |
নিয়োগ প্রক্রিয়া | সরাসরি ইন্টারভিউ |
আবেদন পদ্ধতি | অফলাইন |
ইন্টারভিউের তারিখ | ১৩/১১/২০২৪ |
BCKV Peon Recruitment 2024: পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে যে পদে নিয়োগ হচ্ছে তা হলো পিওন।
শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ১টি।
BCKV Peon Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যে কোন স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই ওই প্রার্থী অগ্রাধিকার পাবে।
BCKV Peon Recruitment 2024: বয়স সীমা
বয়স সীমা সংক্রান্ত কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। যেকোন বয়সের প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবে।
BCKV Peon Recruitment 2024: বেতন কাঠামো
পিওন পদে যারা চাকরি পাবে তাদেরকে প্রতি মাসে ২৯,০৩৪/- টাকা করে বেতন দেওয়া হবে।
BCKV Peon Recruitment 2024: নির্বাচন প্রক্রিয়া
এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট হবে না। সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে প্রার্থীর সংখ্যা যদি শূন্যপদে তুলনায় চার গুণের বেশি হয় তাহলে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হতে পারে। তারপর চূড়ান্ত প্রার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে।
BCKV Peon Recruitment 2024: আবেদন প্রক্রিয়া
এখানে অনলাইন বা অফলাইন কোনভাবেই আবেদন করতে হবে না। প্রার্থীদের নিচে উল্লেখিত সময় ও স্থানে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি সম্পূর্ণ নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে।
BCKV Peon Recruitment 2024: ইন্টারভিউের স্থান এবং সময়
স্থান- DEE Building, Ground Floor.
সময়- সকাল ১১টা
আরও আপডেটঃ NFL সংস্থায় ৩৩৬টি শূন্যপদে নন এক্সিকিউটিভ নিয়োগ, মাসিক বেতন ২৩,০০০/- টাকা, বিস্তারিত জানুন
BCKV Peon Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৫ অক্টোবর, ২০২৪
ইন্টারভিউয়ের তারিখ: ১৩ নভেম্বর, ২০২৪
BCKV Peon Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now
আবেদনপত্র- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here