Unacademy Internship Training 2024: আপনার ক্যারিয়ার শুরু করার দুর্দান্ত একটি সুযোগ নিয়ে এসেছে Unacademy। ভারতের বৃহত্তম শিক্ষা প্ল্যাটফর্ম Unacademy ২০২৫ সালের জন্য Operations Intern পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে।
এখানে প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রদান করা হবে। তাই যারা Unacademy সংস্থায় ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য এই ট্রেনিংটি একটি বড় সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত বিবরণ, যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় এই ট্রেনিংটি হবে ইত্যাদি সমস্ত তথ্য তুলে ধরা হল।
কারা আবেদন করতে পারবেন?
Unacademy ইন্টার্নশিপে আবেদন করতে গেলে আপনাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি নিচে আলোচনা করা হল-
- ইংরেজি ভাষায় লেখা এবং কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে,
- Google Sheets এবং Google Workspace-এর অন্যান্য টুল সম্পর্কে জ্ঞান থাকতে হবে,
- দ্রুত শিখতে আগ্রহী এবং উদ্যোগী মানসিকতা থাকতে হবে,
- যোগাযোগের দক্ষতা এবং সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে,
- একাধিক কাজ দক্ষতার সঙ্গে পরিচালনার ক্ষমতা থাকতে হবে এবং কঠিন বিষয়ে মনোযোগ রাখতে হবে।
এই সমস্ত যোগ্যতাগুলি পূরণ করলেই এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়া যাবে।
ইন্টার্নদের দায়িত্ব ও ভূমিকা
এখানে আপনি যদি ইন্টার্নশিপ ট্রেনিং নেন তাহলে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-
- LMS পরিচালনায় সাহায্য করতে হবে, যেমন- কনটেন্ট যোগ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সবকিছু নিরবিচ্ছিন্ন ভাবে চালু হচ্ছে।
- শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে ইতিবাচক শিক্ষা পরিবেশ বজায় রাখতে হবে।
- দৈনন্দিন কাজগুলি যথাযথভাবে সংঘটিত করতে হবে।
- কনটেন্ট লাইভ হওয়ার আগে নির্ভুলভাবে সেগুলি যাচাই করতে হবে এবং ট্রাবলশুটিং করতে হবে।
- Google Sheets ব্যবহার করে ডাটা এবং কাজগুলি ট্রাক করতে হবে।
- কাজের সুষ্ঠু পরিচালনার জন্য ভিতর এবং বাইরের দলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় সমন্বয় রাখতে হবে,
- নতুন দায়িত্ব শিখে এবং প্রয়োজনে মানিয়ে নিয়ে কাজ করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
আপনি যদি Unacademy সংস্থার ইন্টার্নশিপ ট্রেনিং নিতে চান তাহলে আমরা আপনাকে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের বেঙ্গালুরুতে হবে।
ইন্টার্নশিপের মেয়াদ
Unacademy সংস্থার এই ইন্টার্নশিপ ট্রেনিংটির মেয়াদ হবে তিন মাস। তবে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিলে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে ২০,০০০/- টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যেগুলি আপনাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদন পদ্ধতি
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সর্বপ্রথম আপনাকে সেই লিংকে ক্লিক করতে হবে।
এরপর একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন “Apply Now” একটি অপশন আছে। সেখানে ক্লিক করলে আপনার সামনে আবেদনপত্রটি খুলে যাবে। এরপর আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
Unacademy Internship Training 2024: Apply Now