Zee Entertainment Internship 2024: সম্পূর্ণ বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই মিলবে মাসে ₹10000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Zee Entertainment Internship Training 2024: আপনি কি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ট্রেনিং করার স্বপ্ন দেখছেন? Zee Entertainment Enterprises Limited (ZEE) আপনাকে সেই সুযোগ এনে দিয়েছে। এই সংস্থাটি Customer Lifecycle Management ইন্টার্ন পদে সম্পূর্ণ বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং করাচ্ছে।

এই ট্রেনিং-এর ফলে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আপনাকে প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করবে এই সংস্থাটি। তাই যারা Zee Entertainment Enterprises Limited (ZEE) সংস্থার সাথে কাজ করতে চান তাদের জন্য এই ইন্টার্নশিপ ট্রেনিংটি দারুন একটি সুযোগ হতে চলেছে। 

আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত বিবরণ, যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় এই ট্রেনিংটি হবে ইত্যাদি সমস্ত তথ্য তুলে ধরা হল। 

Zee Entertainment Enterprises সম্পর্কে 

Zee Entertainment Enterprises Limited (ZEE) ১৯৯২ সালে ভারতে প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল চালু করেছিল। বর্তমানে ZEE একটি বিশ্বব্যাপী বিনোদন মাধ্যম, যা ডিজিটাল ও লিনিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে মোট ১.৩ বিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছে।

ZEE-এর মূল লক্ষ্য হল প্রতিটি মানুষের জীবনের গল্পকে সৃজনশীলতার মাধ্যমে অসাধারণ করে তোলা। এটি এমন একটা প্লাটফর্ম যেখানে চমৎকার কনটেন্ট তৈরি থেকে শুরু করে সুসংবদ্ধ দল তৈরি করে থাকে। এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন? 

এই ইন্টার্নশিপে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • ফুলটাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ ট্রেনিং দিতে পারবে,
  • ২ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারির মধ্যে ইন্টার্নশিপ ট্রেনিং শুরু করতে পারবে, 
  • দুই মাসের জন্য সম্পূর্ণ উপলব্ধ থাকবে,
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে। 

ইন্টার্নদের দায়িত্ব 

আপনি যদি এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেন তাহলে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-

  • ILT20 লাইভ ক্যাম্পেইন পরিচালনায় সাহায্য করতে হবে এবং সময় মত ডেলিভারি নিশ্চিত করে ক্রস ফাংশনাল টিমের সঙ্গে কাজ করতে হবে। 
  • টুর্নামেন্ট এবং সংশ্লিষ্ট প্রতিযোগিতাগুলির সাধারণ মার্কেটিং পরিকল্পনা করতে হবে। 
  • নির্দিষ্ট টার্গেট গ্রুপের জন্য বিজ্ঞাপন কার্যকরী করতে সহায়তা করতে হবে। 
  • ক্যাম্পেইনার কার্যকরতা বিশ্লেষণ করতে হবে, তথ্য প্রকাশ করতে হবে এবং ডেটা বিশ্লেষনে সহায়তা করতে হবে।
  • প্রচারণার সামগ্রী তৈরিতে স্টোক হোল্ডারদের সহায়তা করতে হবে। 

ইন্টার্নশিপের স্থান

আপনি যদি এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেন তাহলে আমরা আপনাকে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

ইন্টার্নশিপের মেয়াদ 

Zee Entertainment Enterprises Limited (ZEE)-এর তরফ থেকে এই ইন্টার্নশিপ ট্রেনিং-এর মেয়াদ হবে ২ মাস

স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা 

যে সমস্ত প্রার্থীরা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে ZEE সংস্থা প্রতি মাসে ১০,০০০/- টাকা করে স্টাইপেন্ড দেবে। এছাড়া আপনাকে ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যেগুলি আপনার ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে সহযোগিতা করবে। 

আবেদন পদ্ধতি 

আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সর্বপ্রথম আপনাকে সেই লিংকে ক্লিক করতে হবে। 

এরপর একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন “Apply Now” একটি অপশন আছে। সেখানে ক্লিক করলে আপনার সামনে আবেদনপত্রটি খুলে যাবে। এরপর আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

আরও আপডেটঃ বায়োকন লিমিটেডে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই পাবেন প্রতি মাসে ১৫,০০০/- টাকা

আবেদনের শেষ তারিখ 

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ২ জানুয়ারি, ২০২৫। তাই যারা ট্রেনিং নেবেন বলে ভাবছেন তারা দেরি না করে এখনই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Zee Entertainment Internship Training 2024: Apply Now

Leave a Comment