Biocon Limited Internship Training 2024: বায়োকন লিমিটেড ২০২৫ সালের জন্য হিউম্যান রিসোর্স বা মানবসম্পদ বিভাগে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। এখানে তারা আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পন্ন বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং প্রদান করবে এবং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেবে। তাই মানব সম্পদ বিভাগ নিয়ে ভবিষ্যতে যারা এগিয়ে যেতে চান তাদের জন্য এই ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত বিবরণ, যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় এই ট্রেনিংটি হবে ইত্যাদি সমস্ত তথ্য তুলে ধরা হল।
বায়োকন লিমিটেড সম্পর্কে
বায়োকন লিমিটেড এশিয়ার শীর্ষস্থানীয় একটি বায়ো ফার্মাসিউটিক্যাল সংস্থা। এই সংস্থাটি নিরাপদ এবং কার্যকর বায়োথেরাপিউটিকসের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করে থাকে। বায়োকন কম খরচে উদ্ভাবনের মাধ্যমে নতুন এবং আলাদা ধরনের ওষুধ সহজলভ্য করে তুলেছে।
বিশেষ করে দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য ভারত এবং অন্যান্য উন্নয়নশীল দেশে রোগীদের উচ্চ মানের সাশ্রয়ী মূল্যের বায়োলজিকস এবং বায়োসিমিলার প্রদানের ক্ষেত্রে এই সংস্থাটি এগিয়ে চলেছে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা নীচের যোগ্যতাগুলি পূরণ করতে পারবে-
- পূর্ণ সময়ের জন্য অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে হবে,
- ৯ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে,
- ছয় মাসের জন্য উপলব্ধ থাকতে হবে,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে।
ইন্টার্নদের দায়িত্ব ও ভূমিকা
যে সমস্ত প্রার্থীরা এখানে বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-
- নিয়োগ এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে,
- চাকরির জন্য আসা আবেদনগুলি পর্যালোচনা করতে হবে,
- চাকরির মেলা বা অন ক্যাম্পাস নিয়োগের মত ইভেন্টে ব্র্যান্ড প্রতিনিধিত্ব করতে হবে,
- সম্ভাব্য প্রার্থীদের সাথে নেটওয়ার্ক গড়ে তুলে সম্পর্ক তৈরি করতে হবে,
- কোম্পানির পরিবেশ, বেতন এবং সুবিধাগুলি সম্পর্কে প্রার্থীদের পরামর্শ প্রদান করতে হবে,
- প্রাক্তন এবং সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে,
- প্রতি মাসে নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সূচকগুলির উপর প্রতিবেদন তৈরি করতে হবে,
- নিয়োগ প্রচেষ্টা উন্নত করার নতুন পরামর্শ প্রদান করতে হবে,
ইন্টারশিপের স্থান
যারা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি হবে ভারতের ব্যাঙ্গালোরে।
ইন্টারশিপের মেয়াদ
এই ইন্টারশিপ ট্রেনিং-এর মেয়াদ হবে ছয় মাস। তবে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ১৫,০০০/- টাকা করে স্টাইপেন্ডে দেওয়া হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র দেওয়া হবে, যা তাদের ভবিষ্যতে চাকরিতে আবেদনের ক্ষেত্রে সাহায্য করবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর “Apply Now” অপশনে ক্লিক করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও আপডেটঃ Cultfit Internship: সম্পূর্ণ বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ২৫,০০০/- টাকা
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ৮ জানুয়ারি, ২০২৫। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Biocon Limited Internship Training 2024: Apply Now