Cultfit Internship Training 2025: Cultfit হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড ২০২৫ সালের জন্য বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের এই সংস্থাটি সম্পূর্ণ বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং প্রদান করবে।
এর পাশাপাশি এখানে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে। তাই যারা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তাদের জন্য এই ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত বিবরণ, যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় এই ট্রেনিংটি হবে ইত্যাদি সমস্ত তথ্য তুলে ধরা হল।
Cultfit হেলথকেয়ার সম্পর্কে তথ্য
Cure.fi একটি সমন্বিত প্ল্যাটফর্ম, যেটি খাদ্য, ফিটনেস এবং মেডিটেশনের ওপর ভিত্তি করে কাজ করে থাকে। এই সংস্থাটি সুস্থ জীবনধারার সব দিককে একত্রিত করে একটি প্লাটফর্মে নিয়ে আসে। Cultfit হেলথকেয়ারের চারটি মূল প্রোডাক্ট হল-
Cult.fit- ট্রেনার নেতৃত্বাধীন গ্রুপ ওয়ার্কআউট ক্লাসের মাধ্যমে ফিটনেসকে আরো আকর্ষণীয় এবং মজাদার করে তোলে।
Eat.fit- এই প্রোডাক্টটি সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ করে। প্রতিটি খাবার সতেজ উপকরণ দিয়ে রান্না করা হয়, ক্যালোরি গণনা করা হয় এবং সরাসরি গ্রাহকের দরজায় পৌঁছে দেওয়া হয়।
Mind.fit- এই সংস্থাটি যোগব্যায়াম ও মেরিটেশনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সহজ করে তোলে।
Care.fit- এই সংস্থাটি অত্যাধুনিক মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রদান করে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা-
- ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করতে পারবেন,
- ৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে পারবেন,
- ছয় মাসের জন্য নিরবিচ্ছিন্ন সময় দিতে পারবেন,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ রয়েছে,
ইন্টার্নদের দায়িত্ব ও ভূমিকা
এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-
- ইন্টারনাল লিডার সাথে ফোনে যোগাযোগ করতে হবে,
- বাজার গবেষণা পরিচালনা করতে হবে,
- ফ্র্যাঞ্চাইজির প্রসার ও উন্নয়নে উৎসাহিত করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
যারা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ভারতের ব্যাঙ্গালোরে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এর মেয়াদ হবে ছয় মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ২৫,০০০/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যেগুলি তাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে সাহায্য করবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর “Apply Now” অপশনে ক্লিক করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও আপডেটঃ হায়াত হোটেলে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ৭,০০০/- টাকা স্টাইপেন্ড
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ৫ জানুয়ারি, ২০২৫। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Cultfit Internship Training 2025: Apply Now