UPSC-তে সিনিয়র রিসেপশন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৫,৪০০/- টাকা, আবেদন পদ্ধতি সম্পর্কে জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UPSC Senior Reception Recruitment 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সম্প্রতি সিনিয়র রিসেপশন ও প্রোটোকল অফিসার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ‘B’, নন-গেজেটেড, নন-মিনিস্টিরিয়াল ক্যাটাগরির অধীনে হবে। 

আগ্রহী চাকরিপ্রার্থীদের ডেপুটেশন ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। তাই এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্ধারিত ফর্ম পূরণ করে অফলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, বেতন কাঠামো, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)
পদের নামসিনিয়র রিসেপশন ও প্রোটোকল অফিসার
শূন্যপদ৩ টি
বেতন কাঠামো৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখবিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে
অফিশিয়াল পোর্টালupsc.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- সিনিয়র রিসেপশন ও প্রোটোকল অফিসার

শূন্যপদ- মোট ৩ টি 

শিক্ষাগত যোগ্যতা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ইউনিয়ন টেরিটরি বিশ্ববিদ্যালয়, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (PSUs), বা স্বায়ত্তশাসিত সংস্থার বর্তমান কর্মকর্তা হতে হবে। এছাড়া আবেদনকারীকে প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা 

এই পদে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৫৬ বছর, যা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শেষ তারিখ অনুযায়ী গণ্য করা হবে।

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের পে লেভেল-৬ অনুযায়ী প্রতিমাসে ৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। শর্টলিস্টে যে সমস্ত প্রার্থীদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদেরকে সরাসরি নিয়োগ করা হবে। এখানে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না।

আবেদন পদ্ধতি 

এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি A4 পেজে প্রিন্ট আউট করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Shri K. N. Bhutia, Under Secretary (Admn.II), Room No. 11, Ground Floor, Annexe Building, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi-110069

আরও আপডেটঃ ই-কমার্স সংস্থায় বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ৫০০০/- টাকা পাবেন

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ১৪/১১/২০২৪

আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে

গুরুত্বপূর্ণ লিংক

আবেদনপত্র- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment