ভারতীয় আর্মিতে ৭২৩টি শূন্যপদে গ্রুপ-সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে মাসিক বেতন ২৯,২০০/- টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AOC Group C Recruitment 2024: আর্মি অর্ডন্যান্স কর্পস (AOC) সংস্থার তরফ থেকে ৭২৩টি গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদগুলির মধ্যে রয়েছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সিভিল মোটর ড্রাইভার, পেইন্টার, এমটিএস এবং ট্রেডসম্যান মেট ইত্যাদি পদগুলি। 

আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, বেতন কাঠামো, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাআর্মি অর্ডন্যান্স কর্পস (AOC)
পদের নামগ্রুপ-সি পদ
শূন্যপদমোট ৭২৩ টি
মাসিক বেতন২৯,২০০ – ৯২,৩০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখবিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে
অফিশিয়াল পোর্টালwww.aocrecruitment.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

এখানে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো-

  • ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট (MA): ১৯টি
  • জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA): ২৭টি
  • সিভিল মোটর ড্রাইভার (OG): ৪টি
  • টেলি অপারেটর গ্রেড-২: ১৪টি
  • ফায়ারম্যান: ২৪৭টি
  • কার্পেন্টার ও জয়নার: ৭টি
  • পেইন্টার ও ডেকোরেটর: ৫টি
  • মাল্টি-টাস্কিং স্টাফ (MTS): ১১টি
  • ট্রেডসম্যান মেট: ৩৮৯টি

শিক্ষাগত যোগ্যতা 

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-

ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট (MA)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিরপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 

সিভিল মোটর ড্রাইভার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

টেলি অপারেটর গ্রেড-২, ফায়ারম্যান, MTS ও ট্রেডসম্যান মেট- এই পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। 

বেতন কাঠামো 

এখানে প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-

  • ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট (MA): ২৯,২০০ – ৯২,৩০০/- টাকা
  • জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA), সিভিল মোটর ড্রাইভার, টেলি অপারেটর গ্রেড-২, ফায়ারম্যান: ১৯,৯০০ – ৬৩,২০০/- টাকা
  • MTS ও ট্রেডসম্যান মেট: ১৮,০০০ – ৫৬,৯০০/- টাকা

বয়স সীমা 

এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ হওয়া হয়েছে ২৭ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • SC/ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwBD- ১০ বছর

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে শারীরিক দক্ষতার পরীক্ষার প্রয়োজন হতে পারে। লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টে যারা উত্তীর্ণ হবে তাদেরকে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি 

এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সম্পন্ন করতে হবে। সবশেষে আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও আপডেটঃ UPSC-তে সিনিয়র রিসেপশন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৫,৪০০/- টাকা, আবেদন পদ্ধতি সম্পর্কে জানুন

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ১৪ নভেম্বর, ২০২৪

আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে

গুরুত্বপূর্ণ লিংক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment