WBPSC এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ৩৫ হাজার ৮০০ টাকা মাসিক বেতন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হল টেকনিক্যাল অফিসার নিয়োগের নোটিশ। এই নিয়ে কমিশনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, বিস্তারিত জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 04/2024

নোটিশ প্রকাশের তারিখ- 02.03.2024

যে পদে নিয়োগ করা হবে

টেকনিক্যাল অফিসার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ

মোট 27 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের Handloom অথবা Textiles Technology এ ডিগ্রি অথবা ডিপ্লোমা এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাংলা এবং নেপালি ভাষা বলার এবং লেখার করার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

এখানে বয়সের ঊর্দ্ধসীমা 36 রাখা হয়েছে। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।

মাসিক বেতন

2019 সালের WBS(ROPA) এর লেভেল 12 হিসেবে মাসিক 35,800 থেকে 92,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

একটি লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। পরীক্ষায় থাকা প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর। পরীক্ষার প্রশ্নপত্র হবে ইংরেজি ও বাংলা এই দুই ভাষায়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

কেবলমাত্র GEN, OBC, EWS প্রার্থীদের জন্য এখানে আবেদন মূল্য বাবদ 210 টাকা ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে, আবেদন শুরু- 12/03/2024

আবেদন করার শেষ দিন- 02/04/2024


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ১০,২৫৫ শূন্যপদে WBP-তে নতুন কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশেই চাকরি

👉 ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

👉 ভারত ইলেকট্রনিক্স সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি, ৩০ হাজার টাকা মাসিক বেতন

👉 দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 ফুড SI পরীক্ষা হবে ৬ দফায়! শূন্যপদ আছে ৪৮০ টি, আবেদন পড়েছে কত জানেন কি?

Leave a Comment