WCDSWD Recruitment: রাজ্যের মহিলা ও শিশু বিকাশ দপ্তরে চাকরি, এই কাগজপত্র থাকলে আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর (WCDSWD) এর তরফ থেকে চাকরির নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই চাকরিতে শুরুতেই মাসিক বেতন ১৫ হাজার টাকা। তাই ইচ্ছুক এবং যোগ্য চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারে। 

একটি নির্দিষ্ট ফর্ম্যাট এর ফর্ম ফিলাপ এবং তার সাথে দরকারি কিছু কাগজপত্র জমা করে একটি ঠিকানায় পাঠিয়ে দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। 

তবে আবেদন করার আগে কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, শূন্যপদ কয়টি রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তা ভালো করে জেনে নিন। 

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য 

নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: 72/DSWO/KPG/2024

পদের নাম

কেস ওয়ার্কার (Case Worker) পদের কাজের জন্য লোক নিয়োগ করে হবে। 

মাসিক বেতন

প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা

১. যেকোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।

২. কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং কম্পিউটারে MS Office প্যাকেজ এর কাজের দক্ষতা থাকতে হবে। 

৩. ইংরেজি এবং নেপালি ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে। 

শূন্যপদ: উক্ত কেস ওয়ার্কার পদের জন্য ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া

  • এডুকেশনাল কোয়ালিফিকেশন-৩০ নম্বর 
  • কম্পিউটার টেস্ট (প্রাকটিক্যাল)- ১৫ নম্বর 
  • মৌখিক পরীক্ষা- ৫ নম্বর

আবেদন পদ্ধতি

অফলাইনে ফর্ম ফিলাপ এবং জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে হবে। 

(1) আবেদন করার জন্য প্রথমেই এপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করতে হবে। এই ফর্মটি আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তির ৩ নম্বর পেজে পেয়ে যাবেন। 

(2) তাই প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনকারীকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে তা থেকে আবেদন করার ফর্মটি প্রিন্ট করে নিতে হবে। 

(3) ফর্ম প্রিন্ট করা হয়ে গেলে সেটি দরকারি সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। 

(4) তারপর ফর্মের সাথে দরকারি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স গুলি জুড়ে দিয়ে একটি খামে ভর্তে হবে। 

(5) সবশেষে, আবেদনপত্র সহ ওই খামটিকে নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে।

দরকারি কাগজপত্র

১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি 

২. বয়সের প্রমাণ হিসেবে- প্যান কার্ড/ ভোটার কার্ড/ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ জন্ম সার্টিফিকেট/ আধার কার্ড- এর মধ্যে যেকোনো একটি।

৩. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট 

৪. অভিজ্ঞতার সার্টিফিকেট। 

৫. EWS সার্টিফিকেট 

৬. কম্পিউটার সার্টিফিকেট 

৭. মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি

আবেদনপত্র পাঠানোর ঠিকানা 

Office of the District Social Welfare Office, Old Hotel Chimal, Ringkingpong Road, Kalimpong–734301. 

গুরুত্বপূর্ণ তারিখ 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ২৩ আগস্ট ২০২৪ 

আবেদন শুরু- ২৩ আগস্ট ২০২৪

আবেদন শেষ- ১৭ সেপ্টেম্বর ২০২৪

আরো আপডেট: রাজ্যের চিলড্রেন হোম অফিসে চাকরি! ২৩,১৭০ টাকা মাসিক বেতন, আবেদন পদ্ধতি দেখুন

গুরুত্বপুর্ণ লিঙ্ক

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Visit Now

Leave a Comment