কোলকাতা সিভিল কোর্টে নিয়োগ ২০২৫! গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে চাকরি (Apply Now)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Calcutta Civil Court Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। সম্প্রতি কলকাতা সিটি সিভিল কোর্ট এবং কমার্শিয়াল কোর্টে বিভিন্ন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদন করা যাবে।

আজকের প্রতিবেদনে এই চাকরি সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া তুলে ধরা হল। 

নিয়োগকারী সংস্থাকলকাতা সিটি সিভিল কোর্ট এবং কমার্শিয়াল কোর্ট
পদের নামগ্রুপ সি ও গ্রুপ ডি
শূন্যপদমোট ২৮ টি
মাসিক বেতন১৭,০০০/- ৮২,৯০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৬/০২/২০২৫
অফিশিয়াল পোর্টালcitycivilcourtcalcutta.dcourts.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ

এখানে বিভিন্ন রকম পদ রয়েছে এবং প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। নিচে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদ আলোচনা করা হল।

পদের নামশূন্যপদ
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট১৬
ইংলিশ স্টেনোগ্রাফার
ডাটা এন্ট্রি অপারেটর
গ্রুপ ডি
সমন বাইলিফ

শিক্ষাগত যোগ্যতা 

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাশ এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট অর্জন করতে হবে।

ইংলিশ স্টেনোগ্রাফার- এই পদে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং ইংরেজিতে শর্ট হ্যান্ডে ৮০ WPM এবং টাইপিং স্পিড ৩০ WPM থাকতে হবে।

সমন বাইলিফ ও গ্রুপ ডি- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা 

এখানে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • OBC প্রার্থীদের জন্য: ১৮-৪৩ বছর
  • SC/ST প্রার্থীদের জন্য: ১৮-৪৫ বছর
  • প্রতিবন্ধী প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন কাঠামো 

এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-

পদের নামবেতন কাঠামো
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট₹২২,৭০০ – ₹৫৮,৫০০
ইংলিশ স্টেনোগ্রাফার₹৩২,১০০ – ₹৮২,৯০০
ডাটা এন্ট্রি অপারেটর₹২২,৭০০ – ₹৫৮,৫০০
গ্রুপ ডি₹১৭,০০০ – ₹৪৩,৬০০
সমন বাইলিফ₹২১,০০০ – ₹৫৪,০০০

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সেগুলি হল-

  • ইংলিশ স্টেনোগ্রাফার- এই পদে স্ক্রীনিং টেস্ট, টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
  • লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট- এই পদে প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
  • ডাটা এন্ট্রি অপারেটর- এই পদে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
  • গ্রুপ ডি ও সমন বাইলিফ- এই পদে শুধুমাত্র লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

আগ্রহী চাকরিপ্রার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

  • সর্বপ্রথম আমাদের প্রতিবেদনের নিচ থেকে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। 
  • এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 
  • এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। 
  • এবার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। 
  • এরপর আবেদন ফি প্রদান করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন ফি

পদের নামUR/OBCSC/ST/EWS
LDA, DEO, Summon Bailiff৬০০/- টাকা৪৫০/- টাকা
Group-D৫০০/- টাকা৪৫০/- টাকা

আরও আপডেট: AngelOne দিচ্ছে ইন্টার্নিশিপ করার সুযোগ! মাসে ২০,০০০ টাকা বেকার প্রার্থীরা আবেদন করলে পাবে

প্রয়োজনীয় ডকুমেন্ট 

অনলাইনে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি হল-

  • মাধ্যমিক ও স্নাতক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট।
  • কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড। 
  • কাস্ট সার্টিফিকেট। 
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন শুরুর তারিখ- ২৮ জানুয়ারি, ২০২৫

আবেদনের শেষ তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

গুরুত্বপূর্ণ লিংক

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি ১- Download Now

অফিশিয়াল বিজ্ঞপ্তি ২- Download Now

Leave a Comment