জেলা DM অফিসে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে চাকরি, লিখিত পরীক্ষা হবেনা, অফিসিয়াল নোটিশ দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

District DM Office Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের কার্যালয় বা ভূমি অধিগ্রহণ শাখার তরফ থেকে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এই পদে আবেদন করা যাবে।

আজকের প্রতিবেদনে এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, বেতন কাঠামো, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাজেলা শাসকের কার্যালয়, মুর্শিদাবাদ (ভূমি অধিগ্রহণ বিভাগ)
পদের নামক্লার্ক সহ বিভিন্ন পদ
শূন্যপদমোট ৮ টি
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ২০/০২/২০২৫
অফিশিয়াল পোর্টালmurshidabad.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ

এখানে বিভিন্ন পদ রয়েছে এবং প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নীচে সেগুলি আলোচনা করা হল-

পদের নামশূন্যপদ
অতিরিক্ত ভূমি অধিগ্রহণ আধিকারিক টি
সহকারী ভূমি অধিগ্রহণ আধিকারিক২ টি
ক্লার্ক২ টি
সার্ভেয়ার/আমিন২ টি

শিক্ষাগত যোগ্যতা 

অতিরিক্ত ভূমি অধিগ্রহণ আধিকারিক- এই পদে আবেদন করার জন্য ভূমি অধিগ্রহণ (L.A.) বা ভূমি সংস্কার (L.R.) সেটআপে SRO-II এবং তার ঊর্ধ্ব কোন পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী ভূমি অধিগ্রহণ আধিকারিক- এই পদে আবেদন করার জন্য ভূমি অধিগ্রহণ বা ভূমি সংস্কার সেটআপে R.O. এবং তার ঊর্ধ্ব কোন পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ক্লার্ক- এই পদে আবেদন করার জন্য SHC/HC পদে সরকারি দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সার্ভেয়ার/আমিন- এই পদে আবেদন করার জন্য ভূমি অধিগ্রহণ বা ভূমি সংস্কার সেটআপে সার্ভেয়ার/আমিন পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা

এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৬৫ বছর পর্যন্ত। বয়স হিসেব করতে হবে ০১/০২/২০২৫ তারিখ অনুযায়ী।

বেতন কাঠামো

বেতন কাঠামো সংক্রান্ত কোনো তথ্য অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী এখানে বেতন প্রদান করা হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর সময়সূচী

পদের নামতারিখসময়
অতিরিক্ত ভূমি অধিগ্রহণ আধিকারিক২৮ ফেব্রুয়ারি, ২০২৫সকাল ১১:০০ টা
সহকারী ভূমি অধিগ্রহণ আধিকারিক২৮ ফেব্রুয়ারি, ২০২৫দুপুর ১২:০০ টা
ক্লার্ক৩ মার্চ, ২০২৫সকাল ১১:০০ টা
সার্ভেয়ার/আমিন৩ মার্চ, ২০২৫দুপুর ১:০০ টা

আবেদন প্রক্রিয়া 

এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম আমাদের প্রতিবেদনের নিচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন।
  • এরপর আবেদনপত্রটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করুন।
  • এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করুন।
  • এরপর আবেদনপত্রটি নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- ভূমি অধিগ্রহণ অফিসারের কার্যালয়, মুর্শিদাবাদ (কক্ষ নং ৪০৭, প্রশাসনিক ভবন, বহরমপুর, মুর্শিদাবাদ)।

প্রয়োজনীয় ডকুমেন্ট

এখানে আবেদনের সময় যে ডকুমেন্টগুলি যুক্ত করতে হবে সেগুলি হল-

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • অভিজ্ঞতার সার্টিফিকেট, 
  • অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ডকুমেন্ট, 
  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, 
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ- ২০/০২/২০২৫

ইন্টারভিউ এর তারিখ- ২৮/০২/২০২৫ ও ০৩/০৩/২০২৫

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment