রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন (Check Details)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DM Office Hooghly Recruitment 2025: পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেটের অফিস, হুগলি জেলার মিড-ডে মিল সেকশনে পিএম পোষন (PM POSHAN) স্কিমের অধীনে “MDM কো-অর্ডিনেটর” এবং “সহকারী হিসাবরক্ষক” পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

এই নিয়োগটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য এবং একটি চুক্তিভিত্তিক একটি নিয়োগ হবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থাকে এই পদে আবেদন করা যাবে।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে আবেদন পদ্ধতি, সমস্ত বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাজেলা ম্যাজিস্ট্রেট অফিস
পদের নামMDM কো-অর্ডিনেটর এবং সহকারী হিসাবরক্ষক
মোট শূন্যপদ১০ টি
মাসিক বেতন১১,০০০/- থেকে ১৮,০০০/- টাকা
আবেদন পদ্ধতিসরাসরি ইন্টারভিউ
ইন্টারভিউয়ের তারিখ০৫/০২/২০২৫
অফিশিয়াল পোর্টালhooghly.nic.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে তা হল- “MDM কো-অর্ডিনেটর” এবং “সহকারী হিসাবরক্ষক”

শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ১০ টি।

পদের নামশূন্যপদ
MDM কো-অর্ডিনেটর১ টি
সহকারী হিসাবরক্ষক৯ টি

শিক্ষাগত যোগ্যতা 

MDM কো-অর্ডিনেটর- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবসরপ্রাপ্ত WBCS অফিসার হতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সহকারী হিসাবরক্ষক- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হতে হবে এবং পাঁচ বছরের একাউন্টস রিলেটেড কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা

এখানে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। 

বেতন কাঠামো

MDM কো-অর্ডিনেটর- এই পদে চাকরি পেলে প্রতি মাসে ১৮০০০/- টাকা বেতন দেওয়া হবে। 

সহকারী হিসাবরক্ষক- এই পদে চাকরি পেলে প্রতি মাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া 

এখানে টাইপিং টেষ্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যোগ্যতার পরীক্ষার জন্য শুধুমাত্র ১০ মিনিটের টাইপিং টেস্ট নেওয়া হবে এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগপত্র দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইন বা অফলাইন কোনভাবেই আবেদন করার প্রয়োজন নেই। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময় প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে উপস্থিত থাকতে হবে।

আরও আপডেটঃ জেলা DM অফিসে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে চাকরি, লিখিত পরীক্ষা হবেনা, অফিসিয়াল নোটিশ দেখুন

রিপোর্টিং এর স্থান ও তারিখ 

  • তারিখ এবং সময়- 5ই ফেব্রুয়ারি, 2025, সকাল 10:30 টা থেকে 12:30 টা পর্যন্ত।
  • স্থান- গতি ধারা মিটিং হল, 2য় তলা, নতুন প্রশাসনিক ভবন, চুঁচুড়া, হুগলি,

প্রয়োজনীয় ডকুমেন্ট

ইন্টারভিউ দিতে যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেগুলি হল-

  • পেনশন পেমেন্ট অর্ডারের আসল এবং জেরক্স কপি।
  • নোটিশে সংযুক্ত ফরম্যাট অনুসারে আবেদনপত্র।
  • স্ব-প্রত্যয়িত P.P.O. এর জেরক্স কপি।
  • আধার কার্ডের জেরক্স।
  • ১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • সম্পূর্ণ বায়োডাটা।

গুরুত্বপূর্ণ লিংক

আবেদনপত্র- Download Now

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment