আদিত্য বিড়লা (Aditya Birla) ইন্টার্নশিপ ২০২৫! বেকার হলেই মাসে ২৫,০০০ টাকা পাবার সুযোগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aditya Birla Internship Training 2025: আপনি কি ফাইনান্সে ক্যারিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য দারুন একটি সুযোগ এনে দিয়েছে Aditya Birla Capital। এই সংস্থাটি ফাইনান্স পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং এর জন্য আবেদন গ্রহণ করছে। এখানে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়ার পাশাপাশি প্রতি মাসে ২৫,০০০/- টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। 

আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত যাবতীয় বিবরণ, যেমন- কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কি কি দায়িত্ব পালন করতে হবে, ইন্টার্নশিপের স্থান, মেয়াদ সমস্ত বিষয় জানিয়ে দেব। 

Aditya Birla Capital সম্পর্কে তথ্য

Aditya Birla Capital Limited (ABCL) হল Aditya Birla Group-এর ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের মূল সংস্থা। এটি জীবনবীমা, এসেট ম্যানেজমেন্ট, প্রাইভেট ইক্যুইটি, কর্পোরেট লেন্ডিং, ওয়েলথ ম্যানেজমেন্ট, স্ট্রাকচারড ফাইন্যান্স, কমোডিটি ব্রোকিং, অনলাইন পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, হাউজিং ফাইন্যান্স ও স্বাস্থ্যবীমাম ইত্যাদি পরিষেবা প্রদান করে থাকে। এই সঙ্গস্থার তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ যদি আপনি আবেদন করতে চান, তাহলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল- 

  • ফুল টাইম অফিসে উপস্থিত থাকে কাজ করার জন্য উপলব্ধ থাকতে হবে।
  • ১০ই জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
  • ২ মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে। 
  • মহিলারা যারা নতুন করে ক্যারিয়ার করতে চান তারাও আবেদন করতে পারবেন।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে। 

কাজের দায়িত্ব কী হবে? 

যারা এখানে ইন্টার্নশিপ এর জন্য সিলেক্ট হবেন তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-

  • লিড জেনারেশন নিয়ে কাজ করতে হবে। 
  • কাস্টমার রিলেশনশিপ তৈরি করতে হবে ও মেনটেনেন্স করতে হবে।
  • IRDAI ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে।

ইন্টার্নশিপের স্থান 

যারা এই ইন্টার্নশিপ ট্রেনিংটি নেবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের লখনৌতে অনুষ্ঠিত হবে। লখনৌয়ের অফিসে উপস্থিত থাকে এই ইন্টার্নশিপ ট্রেনিং নিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্টার্নশিপের মেয়াদ 

এই ইন্টার্নশিপের ট্রেনিংটির মেয়াদ হবে ২ মাস। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। 

স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা 

এখানে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৫০০০/- টাকা থেকে ২৫০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে। এগুলি ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে সহায়ক হবে। 

আরও আপডেটঃ রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন (Check Details)

আবেদন পদ্ধতি

এই ইন্টার্নশিপ ট্রেনিংয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম আমাদের প্রতিবেদনের নিচ থেকে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  • এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 
  • এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন।

আবেদনের শেষ তারিখ

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার শেষ তারিখ ৯ই ফেব্রুয়ারি, ২০২৫। যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা দেরি না করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Aditya Birla Internship Training 2025: Apply Now

Leave a Comment