AngelOne Internship Training 2025: আপনি যদি মানব সম্পদ বিভাগ নিয়ে কাজ করতে চান এবং উচ্চ স্টাইপেন্ড সহ একটি ভালো ইন্টার্নশিপ খোঁজেন তাহলে AngelOne দিচ্ছে একটি দুর্দান্ত সুযোগ। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফিনটেক কোম্পানি ২০২৫ সালের জন্য Human Resources Intern পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করেছে।
এখানে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে, পাশাপাশি প্রতি মাসে ২০ হাজার টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত বিবরণ আলোচনা করা হল। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব, এখানে কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলি।
Angel One Limited সম্পর্কে
Angel One Limited ভারতের অন্যতম প্রধান প্রধান ফিনটেক সংস্থা, যার প্রধান উদ্দেশ্য হল গ্রাহকদের জন্য বিনিয়োগের শিক্ষা, ব্রোকিং, মার্জিন, ট্রেডিং, ফিনান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, ডিপোজিটরি পরিষেবা এবং গবেষণা প্রদান করা।
- এই সংস্থাটির ১৫ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে।
- প্রতি মাসে ৫.৭ লক্ষ নতুন ব্যবহারকারী AngelOne-এ যুক্ত হচ্ছেন।
- AI মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স ব্যবহার করে এই সংস্থাটি গ্রাহকদের জন্য কাস্টমাইজ ফিনান্সিয়াল সলিউশন তৈরি করছে।
কারা আবেদন করতে পারবেন?
এখানে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করবে-
- সম্পূর্ণ অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপের জন্য উপলব্ধ থাকতে হবে।
- ৬ই জানুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারির মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
- ৬ মাসের জন্য ইন্টার্নশিপ চালিয়ে যেতে হবে।
- মানবসম্পদ বা কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট ও তথ্য বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে।
দায়িত্ব এবং ভূমিকা
এখানে যারা ইন্টার্নশিপ ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-
- ইমেইল, Zendesk ও স্টাফ কলের মাধ্যমে দ্রুত কর্মীদের জিজ্ঞাসার উত্তর দিতে হবে এবং সমাধান করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীদের কাছে তা পৌঁছে দিতে হবে।
- কর্মী যাচাই সংক্রান্ত অনুরোধ পরীক্ষা করতে হবে এবং সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করতে হবে।
- সংস্থার HR ম্যানেজমেন্ট সিস্টেমে কর্মীদের ব্যক্তিগত তথ্য এবং শিফট আপডেট রাখতে হবে।
- ESIC এবং মেডিক্লাইম ডেটা সংযোজন ও তত্ত্বাবধান করতে হবে।
- বেতন সংক্রান্ত ইনপুট পরিচালনা করতে হবে।
- পুনঃনিয়োগ প্রাপ্ত কর্মীদের বকেয়া সংক্রান্ত তথ্য যাচাই এবং পরিকল্পনা করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য সংকলন করতে হবে ও সরবরাহ করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
যারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি মুম্বাইতে অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ অফিসে উপস্থিত থেকে এই ইন্টার্নশিপ ট্রেনিংটি নিতে হবে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এর মেয়াদ রাখা হয়েছে ৬ মাস। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২০,০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র প্রদান করা হবে, যেগুলি ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে সাহায্য করবে।
আরও আপডেট: মিশোতে ৩ মাসের ইন্টার্নশিপ, বেকার হলেই মাসে ২৫,০০০ টাকা পাবার সুযোগ
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- সর্বপ্রথম আমাদের প্রতিবেদনের নিচ থেকে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এরপর নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- এরপর সাবমিট করুন।
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ৭ই ফেব্রুয়ারি, ২০২৫। তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
AngelOne Internship Training 2025: Apply Now