IOCL Apprentice Recruitment 2025: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), যা ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক তেল বিপণন সংস্থা। এই সংস্থার তরফ থেকে ট্রেড, টেকনিশিয়ান এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীরা ১৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদ | ৪৫৬ টি |
মাসিক বেতন | নীচে উল্লেখ করা আছে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৩/০২/২০২৫ |
অফিসিয়াল পোর্টাল | iocl.com |
পদ এবং শূন্যপদের বিবরণ
এখানে ভারতের প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা ট্রেড রয়েছে এবং প্রত্যেকটি ট্রেডে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। আমরা প্রত্যেকটি রাজ্য এবং সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করছি।
রাজ্য | ট্রেডের নাম | শূন্যপদ |
দিল্লি | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ৯ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস | ৯ টি | |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ৫৮ টি | |
ডাটা এন্ট্রি অপারেটর | ৬ টি | |
হরিয়ানা | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ১৪ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস | ৯ টি | |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ১০ টি | |
ডাটা এন্ট্রি অপারেটর | ৩ টি | |
পাঞ্জাব | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ৬ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস | ৪ টি | |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ৯ টি | |
ডাটা এন্ট্রি অপারেটর | ৪ টি | |
হিমাচল প্রদেশ | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ১ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস | ১ টি | |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ২ টি | |
ডাটা এন্ট্রি অপারেটর | ২ টি | |
চণ্ডীগড় | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ২ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস | ২ টি | |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ৬ টি | |
ডাটা এন্ট্রি অপারেটর | ২ টি | |
জম্মু ও কাশ্মীর | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ৭ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস | ৩ টি | |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ৭ টি | |
ডাটা এন্ট্রি অপারেটর | ১ টি | |
রাজস্থান | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ১৩ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস | ১৭ টি | |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ২৫ টি | |
ডাটা এন্ট্রি অপারেটর | ৯ টি | |
উত্তরপ্রদেশ | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ৮৬ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস | ২৯ টি | |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ৫৭ টি | |
ডাটা এন্ট্রি অপারেটর | ১৯ টি | |
উত্তরাখণ্ড | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস | ১০ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস | ৮ টি | |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ৫ টি | |
ডাটা এন্ট্রি অপারেটর | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে বিভিন্ন ট্রেডের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই ভিত্তিক পদের জন্য)- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ এবং দুই বছরের আইটিআই সার্টিফিকেট অর্জন করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT দ্বারা স্বীকৃত কোর্স করে থাকতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমাভিত্তিক পদের জন্য)- এই পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে। পাশাপাশি সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম ৫০% নাম্বার ও সংরক্ষিত প্রার্থীদের জন্য নূন্যতম ৪৫% নাম্বার থাকতে হবে।
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- এই পদে আবেদন করার জন্য যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। স্নাতক ডিগ্রিতে সাধারণ প্রার্থীদের জন্য ৫০% নাম্বার লাগবে এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ৪৫% নাম্বার লাগবে।
ডেটা এন্ট্রি অপারেটর- এই পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। স্কিল সার্টিফিকেট হোল্ডারদের ক্ষেত্রে “Domestic Data Entry Operator” প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।
বয়স সীমা
এখানে আবেদনের জন্য ন্যূনতম বয়স চাওয়া হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৪ বছর। বয়স হিসাব করতে হবে ৩১শে জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে-
- SC/ST প্রার্থীদের জন্য- ৫ বছর (সর্বোচ্চ ২৯ বছর)
- OBC-NCL প্রার্থীদের জন্য- ৩ বছর (সর্বোচ্চ ২৭ বছর)
- PwBD প্রার্থীদের জন্য- ১০ বছর (SC/ST: ১৫ বছর, OBC: ১৩ বছর)
বেতন কাঠামো
এখানে যে প্রার্থীরা অ্যাপ্রেন্টিস পদের জন্য নির্বাচিত হবে তাদেরকে প্রতি মাসে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই ডিপ্লোমা বা স্নাতক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে প্রার্থীদের একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। সমান নাম্বার থাকলে বয়স অনুযায়ী প্রবীণ প্রার্থীদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রার্থীদের প্রথমে NAPS/NATS-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- ট্রেড অপ্রেন্টিস এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য http://www.apprenticeshipindia.gov.in/ পোর্টালে যেতে হবে।
- টেকনিশিয়ান এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য https://nats.education.gov.in/student_register.php পোর্টালে যেতে হবে।
- এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর সাবমিট করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও আপডেট: উত্তর-পূর্ব রেলে চাকরি, ১১০৪ টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি হলো, জেনে নিন আবেদন পদ্ধতি
প্রয়োজনীয় ডকুমেন্ট
এখানে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলি হল-
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট,
- আইটিআই, ডিপ্লোমা বা স্নাতক সার্টিফিকেট,
- সংরক্ষিত প্রার্থীদের জন্য কাস্ট সার্টিফিকেট,
- প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়),
- প্যান কার্ড, আধার কার্ড ও ব্যাংকের পাস বই,
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৫ (সকাল ১০:০০)
আবেদনের শেষ তারিখ- ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (রাত ১১:৫৫)
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল নোটিশ- Download Now