RRC NER Apprentice Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। সম্প্রতি উত্তর-পূর্ব রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (RRC) মাধ্যমে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ভারতীয় রেলের বিভিন্ন ওয়ার্কশপ ও ইউনিটে প্রশিক্ষণের জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিকদের ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে ভারতীয় রেলের এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ তুলে ধরা হল। এই প্রতিবেদনে আমরা জানিয়ে দেব, এখানে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, মোট কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, নিয়োগ প্রক্রিয়া, ইত্যাদি তথ্য।
নিয়োগকারী সংস্থা | উত্তর-পূর্ব রেলওয়ে (NER) |
পদের নাম | অ্যাক্ট অ্যাপ্রেন্টিস |
মোট শূন্যপদ | ১১০৪ টি |
বিভাগ | রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC), গোরখপুর |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৩/০২/২০২৫ |
অফিসিয়াল পোর্টাল | rrcner.net |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- অ্যাক্ট অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ- ১১০৪ টি। তবে এখানে বিভিন্ন ওয়ার্কশপ ও ইউনিটের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি বিস্তারিত আলোচনা করা হল-
ওয়ার্কশপ/ইউনিট | মোট শূন্যপদ |
যান্ত্রিক কারখানা, গোরখপুর | ৪১১ টি |
সিগন্যাল কারখানা, গোরখপুর শেড | ৬৩ টি |
ব্রিজ কারখানা, গোরখপুর শেড | ৩৫ টি |
যান্ত্রিক কারখানা, ইজ্জতনগর | ১৫১ টি |
ডিজেল শেড, ইজ্জতনগর | ৬০ টি |
ক্যারেজ ও ওয়াগন, ইজ্জতনগর | ৬৪ টি |
ক্যারেজ ও ওয়াগন, লখনউ জংশন | ১৫৫ টি |
ডিজেল শেড, গন্ডা | ৯০ টি |
ক্যারেজ ও ওয়াগন, বারাণসী | ৭৫ টি |
শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় রেলের এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে ৫০% নাম্বার সহ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট দরকার।
বয়স সীমা
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৪ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়া যাবে।
- SC/ST প্রার্থীদের জন্য: ৫ বছর
- OBC প্রার্থীদের জন্য: ৩ বছর
- PwBD (প্রতিবন্ধী) প্রার্থীদের জন্য: ১০ বছর
বেতন কাঠামো
এই পদে নিযুক্ত প্রার্থীদের অ্যাপ্রেন্টিস আইন, ১৯৬১ অনুযায়ী ভারতীয় রেল প্রতি মাসে নির্ধারিত স্টাইপেন্ড প্রদান করবে।
নিয়োগ প্রক্রিয়া
- কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এখানে হবে না।
- প্রার্থীদের নির্বাচিত করা হবে দশম শ্রেণী ও আইটিআই পরীক্ষার নাম্বারের ভিত্তিতে একটি মেরিট লিস্টের মাধ্যমে।
- সমান নাম্বার প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনুযায়ী প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
- নির্বাচিত প্রার্থীদের গোরক্ষপুরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
আবেদন প্রক্রিয়া
ভারতীয় রেলের এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- সর্বপ্রথম ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যান। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে।
- এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এবার সংশ্লিষ্ট পদের জন্য আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এবার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- সবশেষে আবেদন ফি প্রদান করুন।
- এরপর সাবমিট করুন।
আবেদন ফি
এখানে শুধুমাত্র সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। SC/ST, মহিলা ও PwBD প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।
প্রয়োজনীয় ডকুমেন্ট
ভারতীয় রেলের এই পদে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-
- মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট
- আইটিআই সার্টিফিকেট এবং মার্কশিট
- SC/ST প্রার্থীদের জন্য জাতিগত শংসাপত্র
- PwBD প্রার্থীদের জন্য প্রতিবন্ধী সার্টিফিকেট
- পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি
আরও আপডেটঃ রাজ্যে ডাটা এনট্রি অপারেটর নিয়োগ, আনন্দধারা প্রকল্পের অধীনে এই চাকরি
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৫ (সকাল ১০:০০)
আবেদনের শেষ তারিখ- ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বিকেল ৫:০০)
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল নোটিশ- Download Now