CRPF স্কুলে টিচার সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

CRPF School Teacher Posts Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, শিলিগুড়িতে মন্টেসরি স্কুলে তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত যোগ্য মহিলারা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণ জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

1. আয়া (মহিলা)

শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের ক্লাস ফাইভ পাশ করে থাকতে হবে। সাথে আয়ার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 18- 45 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 8,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. টিচার (মহিলা)

শূন্যপদ- 8 টি শূন্যপদ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করার সাথে নার্সিং ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা- 21- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে।

3. হেড মিস্ট্রেস (মহিলা)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করার সাথে নার্সিং ডিপ্লোমা করে থাকতে হবে। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 25-45 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম- মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের নিজের যাবতীয় তথ্য এবং সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান

Dy. Inspector General of Police, Group Centre CRPF, Vill- Kawakhali, Post-Sushrutanagar, Siliguri, Distt-Darjeeling (WB) PIN-734012

ইন্টারভিউয়ের তারিখ

20.02.2024 তারিখের সকাল 9 টা থেকে ইন্টারভিউ শুরু হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 Rail Recruitment 2024: ২০২৪ সালে রেলে আর কী কী চাকরির বিজ্ঞপ্তি বেরোবে?

👉 রাজ্যের স্কুলে লাইব্রেরীয়ান পদে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 রাজ্যের স্কুল শিক্ষক ও গ্রুপ-ডি সহ বিভিন্ন কর্মীদের নতুন বেতন কাঠামো

👉 ৩২ টি গ্রাম পঞ্চায়েতে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ১৯ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে

👉 Rail Recruitment: এবার থেকে বার্ষিক ক্যালেন্ডার মেনেই রেলে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here