দীর্ঘ কাল ধরেই ভারতীয় রেলওয়েতে নিয়োগ বন্ধ। কবে নিয়োগ হবে সেই বিষয়ে কোনো আপডেট ও থাকত না চাকরিপ্রার্থীদের কাছে। ফলে ক্ষোভ বাড়ছিল পরীক্ষার্থীদের মধ্যে। এমন পরিস্থিতিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) এর তরফে প্রকাশ করা হল ভারতীয় রেলের নিয়োগ পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার।
ওই ক্যালেন্ডারে উল্লেখিত আছে যে, কবে রেলের কোন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই ক্যালেন্ডার প্রকাশ করার ফলে, পরীক্ষার্থীদের প্রস্ততি নিতে সুবিধা হবে। সদ্য প্রকাশিত 2024 সালের তালিকায় জানানো হয়েছে, চলতি বছরে অনেকগুলি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ।
এর মধ্যে রয়েছে, অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগ, টেকনিশিয়ানস নিয়োগ, নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি (NTPC)- গ্র্যাজুয়েট (লেভেল 4, 5 এবং 6) নিয়োগ, নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি – আন্ডার গ্র্যাজুয়েট (লেভেল 2 এবং 3) নিয়োগ, জুনিয়র ইঞ্জিনিয়ারস নিয়োগ, প্যারামেডিক্যাল ক্যাটেগরিস নিয়োগ, লেভেল 1 নিয়োগ, মিনিস্ট্রেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরিস।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে প্রকাশিত ক্যালেন্ডারে জানানো হয়েছে, সারা বছর জুড়ে রেলের নানান পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে জানুয়ারি-মার্চে শুধুমাত্র অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।
ইতিমধ্যে আরআরবি এর তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে , যেখানে জানানো হয়েছে, আগামী জুন থেকে অগস্টের মধ্যে অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগের প্রথম পর্যায়ের ‘কম্পিউটার বেসড টেস্ট’ (সিবিটি) হবে। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে হবে দ্বিতীয় পর্যায়ের ‘কম্পিউটার বেসড টেস্ট’ (সিবিটি)। দুই ধাপে পরীক্ষার পরে নভেম্বরে ‘অ্যাপটিটিউট টেস্ট’ হবে।
অ্যাপটিটিউট পরীক্ষার পরে অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগের জন্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশিত হবে। সবশেষে হবে নথি যাচাই করা হবে। পূর্ণাঙ্গ তালিকা নভেম্বর বা ডিসেম্বর মাসে প্রকাশিত হবে।
এছাড়াও, জুলাই-সেপ্টেম্বরে যে পরীক্ষাগুলি হবার কথা, সেগুলি হল :
1) নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি – গ্র্যাজুয়েট (লেভেল 4, 5 এবং 6)।
2) নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি – আন্ডার গ্র্যাজুয়েট (লেভেল 2 এবং 3)।
3) জুনিয়র ইঞ্জিনিয়ার।
4) প্যারামেডিক্যাল ক্যাটেগরি।
অন্যদিকে অক্টোবর-ডিসেম্বরে যে পরীক্ষাগুলি হবার কথা, সেগুলি হল :
1) লেভেল 1।
2) মিনিস্ট্রেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরিস।
বছরভর নিয়োগ প্রক্রিয়া চলবে রেলে। আরও বিশদ তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ৩২ টি গ্রাম পঞ্চায়েতে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ১৯ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে
👉 Rail Recruitment: এবার থেকে বার্ষিক ক্যালেন্ডার মেনেই রেলে নিয়োগ
👉 পাবলিক সার্ভিস কমিশনে সুপারভাইজার পদে চাকরি, মাসিক বেতন ৩৫ হাজার ৮০০ টাকা
👉 ২২২৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট, জানালেন পর্ষদ সভাপতি
👉 WBPSC Food SI Admit Card: কবে পাবে ফুড SI এর অ্যাডমিট কার্ড? জানুন বিস্তারিত আপডেট