পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্রুপ-সি ক্লার্ক (Group-C Clerk) পদে নিয়োগ করা হবে।
চলুন এবার আমরা আজকের এই নিয়োগের বিস্তারিত বিষয় যেমন পদের নাম, মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের জন্য দরকারি নথিপত্র, আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিই।
গ্রুপ-সি (ক্লার্ক) নিয়োগের বিস্তারিত তথ্য
অফিসিয়াল ফাইল নম্বর- ALPD-18012(99)/9/2024-ESTT SEC
পদের নাম- গ্রুপ-সি কেরানি (Group-C Clerk)
মাসিক বেতন- উক্ত পদের চাকরিতে প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা- আবেদনকারী ব্যক্তির বয়স ৬৫ বছরের কম হতে হবে। বয়সের হিসাব করা হবে ১ আগস্ট ২০২৪ তারিখ অনুযায়ী।
দরকারি যোগ্যতা- আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। সেই সাথে শারীরিক এবং মানসিকভাবে ফিট হতে হবে এবং কানে শোনার দক্ষতা ও থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া- ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে গ্রুপ-সি ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ২৮ আগস্ট ২০২৪, সকাল ১১ টার সময় ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
আবেদন পদ্ধতি- অফলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। নির্দিষ্ট ফর্মাটের ফর্ম ফিল আপ করে তার সাথে দরগারি বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে সেগুলি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Chairman, District Level Selection Committee And District Magistrate, Alipurduar of Office of the District Magistrate, Establishment Section, 1st Floor (Room No. 108) Doarskanya Alipurduar.
আবেদনের শেষ তারিখ- ২৭ আগস্ট ২০২৪, বিকেল ৪ টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আরো আপডেট: জেলায় জেলায় নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো
গুরুত্বপুর্ণ লিঙ্ক
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Visit Now