মাধ্যমিক পাশে ইন্ডিয়ান আর্মি-তে চাকরী। কারা আবেদন করবেন জেনে নিন।

WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ‘আর্মি রিক্রূটমেন্ট’ অফিসের তরফ থেকে র‍্যালি আয়োজন করার জন্য একটি নোটিশ জারি করা হয়েছে। এই র‍্যালিতে পশ্চিমবঙ্গের ৮ টি জেলার ছেলেরা আবেদন করতে পারবে। এতে আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, বয়স সীমা, আবেদন পদ্ধতি সমস্ত কিছু জেনে নিন একনজরে।

আবেদনের সময় সীমাঃ 14 নভেম্বর থেকে আগামী 28 ডিসেম্বর তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পোষ্টঃ

  1. SOLDIER GENERAL DUTY
  2. SOLDIER TECHNICAL
  3. SOLDIER CLERK/ STORE KEEPER TECHNICAL
  4. SOLDIER TRADESMEN 10TH PASS
  5. SOLDIER TRADESMEN 8 TH PASS
  6. AND SOLDIER TECHNICAL NURSING ASSISTANT

 

এই সমস্ত জেলা থেকে আবেদন করা যাবেঃ জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার থেকে আবেদন করা যাবে।

র‍্যালির স্থানঃ করোনা ভাইরাসের কারনে এখনো র‍্যালির স্থান নির্বাচন করা হয়নি। পরে র‍্যালির স্থান অফিসিয়াল ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হবে।

 

যোগ্যতা নির্ণায়কঃ   

  1. SOLDIER GENERAL DUTY-
  • 10.2020 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 17 বছর 6 মাস থেকে 21 বছরের মধ্যে।
  • মিনিমাম উচ্চতা 169 সেমি. এবং বুকের মাপ হতে হবে 77 সেমি.
  • শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। তবে মাধ্যমিকে মিনিমাম প্রাপ্ত নম্বর থাকতে হবে 45%।

 

  1. SOLDIER TECHNICAL
  • 10.2020 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 17 বছর 6 মাস থেকে 23 বছরের মধ্যে।
  • মিনিমাম উচ্চতা 169 সেমি. এবং বুকের মাপ হতে হবে 77 সেমি.
  • বিজ্ঞান বিভাগে অন্তত 50% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করলে এই পোষ্টের জন্য আবেদন করা যাবে।

 

  1. SOLDIER CLERK/ STORE KEEPER TECHNICAL
  • 10.2020 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 17 বছর 6 মাস থেকে 23 বছরের মধ্যে।
  • মিনিমাম উচ্চতা 162 সেমি. এবং বুকের মাপ হতে হবে 77 সেমি.
  • 60% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করলে এই পোষ্টের জন্য আবেদন করা যাবে।

 

  1. SOLDIER TRADESMEN 10TH PASS
  • 10.2020 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 17 বছর 6 মাস থেকে 23 বছরের মধ্যে।
  • মিনিমাম উচ্চতা 169 সেমি. এবং বুকের মাপ হতে হবে 77 সেমি.
  • প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

 

  1. SOLDIER TRADESMEN 8 TH PASS
  • 10.2020 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 17 বছর 6 মাস থেকে 23 বছরের মধ্যে।
  • মিনিমাম উচ্চতা 169 সেমি. এবং বুকের মাপ হতে হবে 76 সেমি.
  • প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে ৮ম শ্রেণি (এইট পাশ) করলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

 

  1. AND SOLDIER TECHNICAL NURSING ASSISTANT
  • 10.2020 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 17 বছর 6 মাস থেকে 23 বছরের মধ্যে।
  • মিনিমাম উচ্চতা 169 সেমি. এবং বুকের মাপ হতে হবে 77 সেমি.
  • বিজ্ঞান বিভাগে অন্তত 50% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করলে এই পোষ্টের জন্য আবেদন করা যাবে।

 

WhatsApp Group Join Now

আবেদন পদ্ধতিঃ ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে প্রথমে মোবাইল নম্বর এবং ই-মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হতে। তারপর উপরিউক্ত যে কোনো একটি পোষ্টের জন্য আবেদন করতে হবে। র‍্যালির ঠিক 15 দিন আগে রেজিশটার্ড ই-মে এ অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

আবেদন করার লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশের লিঙ্ক নিচে দেওয়া হল (ডাউনলোড করে বিষয়টি আরো ভালো করে বুঝে নিন)।  

 

অফিসিয়াল নোটিশ-

আবেদন করার লিঙ্ক-

 

চাকরি ও কাজের খবর সবার আগে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেল’ এবং ‘ফেসবুক পেজ’-এ যুক্ত হোন।

 

‘কাজকর্ম’ এমন একটি ওয়েব সাইট যেখানে আমরা প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করি তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই প্রতিদিন নতুন নতুন চাকরি ও কাজের খবর পেতে আমাদের http://kajkarmo.com/ এ চোখ রাখুন। 

Next articleWBCS 2021 Official Notice PDF, Exam Date, Eligibility Etc.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here