Larsen & Toubro Internship 2024: সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ২০,০০০/- টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Larsen & Toubro (L&T) Internship Training 2024: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি Larsen & Toubro (L&T) ২০২৪ সালের জন্য মানবসম্পদ বিভাগে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। এখানে তারা প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেবে এবং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রদান করবে। তাই যারা মানবসম্পদ বিভাগ নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তাদের জন্য এই ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। 

আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলি জানিয়ে দেব।

Larsen & Toubro (L&T) সম্পর্কে 

L&T Realty Limited হল Larsen & Toubro Group গ্রুপের একটি সংস্থা, যা রিয়েল এস্টেট উন্নয়নে বিশেষজ্ঞ। এটি ভারতের অন্যতম বৃহৎ একটি বহুজাগতিক সংস্থা, যা প্রযুক্তি, প্রকৌশল, নির্মাণ, উৎপাদন এবং আর্থিক পরিষেবার ক্ষেত্রে কাজ করে থাকে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ সেই সমস্ত প্রার্থীর আবেদন করতে পারবেন যারা- 

  • পূর্ণকালীন ইন অফিস ইন্টার্নশিপ করতে পারবেন,
  • ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে পারবেন,
  • ৩ মাসের জন্য নিরবিচ্ছিন্ন সময় দিতে পারবেন, 
  • মুম্বাই বা তার আশেপাশে বসবাস করেন বা সেখানে থেকে ইন্টার্নশিপ করতে পারবেন,। 
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতাআগ্রহ রয়েছে,
  • মহিলারা যারা কর্মজীবন শুরু করতে চান তারাও এখানে আবেদন করতে পারবেন।

ইন্টার্নদের দায়িত্ব ও ভূমিকা 

এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-

  • নতুন নিয়োগকারীদের অন বোর্ডিং এবং পরিচয়পর্ব আয়োজন করতে হবে।
  • POSH (Prevention of Sexual Harassment) এবং DEI (Diversity, Equity, and Inclusion)-এর সঙ্গে সম্পর্কিত কাজগুলোকে সুপারভাইজারের সহায়তা করতে হবে 
  • উদ্বাবনী প্রশিক্ষণ প্রোগ্রামের উপস্থাপনা করতে হবে। 
  • প্রশিক্ষণ শুরুর আগে এবং পরে শেখার ফলাফল মূল্যায়ন করতে হবে।
  • কর্মীদের সঙ্গে একত্রে কাজ করে Performance Management Systems (PMS) তৈরি করতে হবে। 
  • MIS ব্যবহার করে ডেটা আপডেট এবং সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। 
  • ভার্চুয়াল প্রশিক্ষণ সেশনের ডাটা নথিভুক্ত করতে হবে।

ইন্টার্নশিপের স্থান 

যারা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি হবে ভারতের মুম্বাইতে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্টার্নশিপের মেয়াদ 

এই ইন্টার্নশিপ ট্রেনটির মেয়াদ আবে তিন মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে। 

স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা 

এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ৫০০০/- থেকে ২০,০০০/- টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে। 

আবেদন পদ্ধতি

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। 

তারপর “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আরও আপডেটঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ, মাসিক বেতন ১০,০০০/- টাকা

আবেদনের শেষ তারিখ 

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর, ২০২৪। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

Larsen & Toubro (L&T) Internship Training 2024: Apply Now

Leave a Comment