DVC Various Posts Recruitment 2024: দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) সম্প্রতি বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বা স্বায়ত্তশাসিত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এই পদের জন্য আবেদন করা যাবে।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) |
পদের নাম | Various |
শূন্যপদ | ৪ টি |
মাসিক বেতন | ১০,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৫/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | dvc.gov.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
এখানে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল-
পদের নাম | শূন্যপদ |
Sr. Advisor (Security Audit) | ১ টি |
Associate Advisor (Security Audit) | ১ টি |
Sr. Consultant (Security Audit) | ১ টি |
Associate Consultant (Security Audit) | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা করতে চাওয়া হয়েছে। নিচে সেগুলি বিস্তারিত আলোচনা করা হল-
Sr. Advisor (Security Audit)- এই পদে আবেদন করার জন্য অবসরপ্রাপ্ত IPS অফিসার, DG/IG পদে অভিজ্ঞতা থাকতে হবে।
Associate Advisor (Security Audit)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হতে হবে।
Sr. Consultant (Security Audit)- এই পদে আবেদন করার জন্য আগ্রহ চাকরিপ্রার্থীকে অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর অফ পুলিশ হতে হবে।
Associate Consultant (Security Audit)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর হতে হবে।
বয়স সীমা
বয়স সীমা সংক্রান্ত কোন তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। আপনারা চাইলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারেন।
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে নিচে সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | মাসিক বেতন |
Sr. Advisor (Security Audit) | ১০,০০০/- টাকা |
Associate Advisor (Security Audit) | ৭,০০০/- টাকা |
Sr. Consultant (Security Audit) | ৫,০০০/- টাকা |
Associate Consultant (Security Audit) | ৪,০০০/- টাকা |
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে DVC-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও আপডেটঃ জেলার এসডিও অফিসে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে আবেদন চলছে
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৪ নভেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ১৫ ডিসেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here