AIIMS-এ সিনিয়র প্রেসিডেন্ট নিয়োগ, মাসে বেতন ৬৭,৭০০/- টাকা, বিস্তারিত তথ্য জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AIIMS Deoghar Recruitment 2024: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস (AIIMS), দেওঘর ২০২৪ সালের জন্য সিনিয়র রেসিডেন্ট পদে ১০৬ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৬৭,৭০০/- টাকা করে বেতন দেওয়া হবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাঅল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস (AIIMS)
পদের নামসিনিয়র প্রেসিডেন্ট (নন একাডেমিক)
শূন্যপদ১০৬ টি
মাসিক বেতন৬৭,৭০০/- টাকা
আবেদন পদ্ধতিঅফলাইন
অফিশিয়াল পোর্টালaiimsdeoghar.edu.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- সিনিয়র প্রেসিডেন্ট (নন একাডেমিক) 

শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ১০৬ টি 

শিক্ষাগত যোগ্যতা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন মেডিকেল ডিগ্রী অর্জন করে থাকতে হবে এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৪৫ বছর পর্যন্ত। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • SC/ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwBD- ১০ বছর

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে পে লেভেল-১১ অনুযায়ী ৬৭,৭০০/- টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান পরে জানিয়ে দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটা নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্র জমা করার ঠিকানা

The Recruitment Cell, AIIMS Deoghar, Devipur Campus, Jharkhand – 814142

আবেদন ফি

  • UR- ৩০০০/- টাকা
  • OBC- ১০০০/- টাকা
  • SC/ST/PWD (সকল ক্যাটাগরি) এবং মহিলা প্রার্থীদের জন্য ফি নেই।

আরও আপডেটঃ Larsen & Toubro Internship 2024: সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ২০,০০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ২১/১১/২০২৪

আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

গুরুত্বপূর্ণ লিংক

আবেদনপত্র- Download Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

Leave a Comment