ইন্ডিয়া পোস্টে ড্রাইভার নিয়োগ করা হবে। অফলাইনে আবেদন করতে হবে এখানে। প্রার্থীদের ব্যাঙ্গালোরে নিয়োগ করা হবে। প্রার্থীদের নিয়োগ করা হবে ট্রেড টেস্টের মাধ্যমে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- B-9/X/Rect. of Dvrs/DR/2024/Dlgs
নোটিশ প্রকাশের তারিখ- 08/04/2024
যে পদে নিয়োগ করা হবে
ড্রাইভার (গ্রুপ-সি)
শূন্যপদ
মোট 27 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করা যাবে। সাথে হেভি ভেইকেল লাইসেন্স থাকতে হবে। থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতাও।
বয়সসীমা
এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন
নিয়োগ পাওয়ার পরেই মাসিক 19,900-63,200 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের শেষের দিকে আবেদনপত্রটি রয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
“Application for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS
Bengaluru”
আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন 14/05/2024 তারিখের 05.00 PM
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ১৩৭৭ শূন্যপদে NVS এ নন-টিচিং স্টাফ পদে চাকরি, ১৮ হাজার টাকা মাসিক বেতন
👉 Summer Vacation 2024: রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে?
👉 উচ্চ মাধ্যমিকে সেমিস্টারে কী ধরণের প্রশ্ন হবে? জানালো শিক্ষা সংসদ
👉 NIOH এ UDC ও LDC পদে চাকরির বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে
👉 NIT তে টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন