Summer Vacation 2024: রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে?

When is the state school summer vacation?
WhatsApp Group Join Now

রাজ্য জুড়ে ইতিমধ্যেই চলছে তীব্র দাবদাহ। এর জেরেই গরমের ছুটি এগিয়ে আনা হল। গত বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। বলা হয়েছে, রাজ্যর কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ছাড়া অন্য সমস্ত জেলার সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে ছুটি থাকবে।

আপাতত, চলতি মাসের 22 তারিখ থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। এছাড়াও, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও গরমের ছুটি নিয়ে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদ মাধ্যমে বলেছিলেন, 22 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি দেওয়া হবে। এর ঠিক পরেই, বৃহস্পতিবার সকালে শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুলগুলিতে গরমকালের ছুটির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল।

কিন্তু বছরের পর বছর, গরমের কারণে অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষামহলের একাংশ। এই নিয়ে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, ‘‘22 এপ্রিল থেকে যে ছুটি সরকার ঘোষণা করেছে, তা আমরা চাইনি। বরং আমাদের দাবি ছিল, তাপপ্রবাহের কারণে আগামী 22 শে এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখা হোক। কিন্তু 22 তারিখের পর যদি আবহাওয়ার উন্নতি ঘটে, তখন কী করা হবে? তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ রইল।’’

এদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি প্রস্তাব রেখেছেন। তিনি বলেছেন, পুরোপুরি ছুটি দেওয়ার বদলে অনলাইনে ক্লাস করানোর যেতে পারে পড়ুয়াদের। তবে এই প্রস্তাব আদৌ বাস্তবায়িত হয় কি না, তা সময়ই বলবে।

এছাড়াও, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অল্প দিনের ব্যবধান রেখে ছুটি ঘোষণা করা উচিত ছিল।’’

এই বছর অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল 9 মে এবং ছুটি চলত 20 মে পর্যন্ত। তবে বিগত কয়েক বছর ধরে প্রচন্ড তাপপ্রবাহের কারণে মধ্যশিক্ষা পর্ষদ এই ছুটি এগিয়ে আনা হয়েছে বার বার। এ বারও তার অন্যথা হল না।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 NIOH এ UDC ও LDC পদে চাকরির বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 NIT তে টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন

👉 প্রাইমারির প্রায় ৬০,০০০ চাকরি বাতিলের মুখে? হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের দুশ্চিন্তা বাড়ল

👉 MAFW তে AE পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৬ মে অবধি আবেদন চলবে

WhatsApp Group Join Now

👉 ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

Previous articleউচ্চ মাধ্যমিকে সেমিস্টারে কী ধরণের প্রশ্ন হবে? জানালো শিক্ষা সংসদ
Next article১৩৭৭ শূন্যপদে NVS এ নন-টিচিং স্টাফ পদে চাকরি, ১৮ হাজার টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here