উচ্চ মাধ্যমিকে সেমিস্টারে কী ধরণের প্রশ্ন হবে? জানালো শিক্ষা সংসদ

What kind of questions will be in the semester in higher secondary? Education Council said
WhatsApp Group Join Now

রদ বদল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মুল লক্ষ্য হল, সর্বস্তরের মেধার মূল্যায়নের করা। এর প্রয়োজনেই প্রশ্নপত্রের ধরণ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, একাদশ শ্রেণির প্রথম ও দ্বাদশের প্রথম সিমেস্টারের প্রশ্ন ভাগ করা হচ্ছে মোট তিনটি স্তরে।

পরীক্ষার মাধ্যমে রাজ্যের সাধারণ পড়ুয়ার পাশাপাশি মধ্য ও উচ্চ মেধাবী পড়ুয়ারাও যাতে নিজেদের মেধা যাচাই করার সুযোগ পায়, এই মতো প্রশ্নপত্র সাজাতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

শিক্ষা সংসদের তরফে ইতিমধ্যেই সিলেবাস এবং কী ধরনের প্রশ্ন হবে তা প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে সহজ, সামান্য জটিল এবং কঠিন প্রশ্ন। প্রশ্নের ধরণ হবে এমসিকিউ ধরণের।

এমসিকিউ প্রশ্নের চারটি বিকল্প থাকে তার থেকে একটি সঠিক উত্তর বেছে নিতে হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এর সাথে থাকছে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা যাচাই করা, ডানদিকের সঙ্গে বাঁদিক মেলানো, ডায়াগ্রাম সংক্রান্ত প্রশ্ন, বাক্য সাজিয়ে লেখা এবং সম্প্রতিক ঘটনাবলির উপর প্রশ্ন

প্রথম ও তৃতীয় সেমিস্টারে মোট 35 ও 40 নম্বর থাকছে। অন্যদিকে, প্র্যাকটিক্যাল বিষয়ের উপর 35 নম্বর এবং থিওরিটিক্যাল বিষয়ের উপর 40 নম্বর থাকছে। নয়া বিভাজনে 50 শতাংশ প্রশ্ন থাকছে সহজ। 30 শতাংশ প্রশ্ন হবে সামান্য জটিল এবং বাকি 20 শতাংশ প্রশ্ন থাকবে উচ্চমেধার পড়ুয়াদের জন্য। নম্বর অনুসারে মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হবে শিক্ষা সংসদের তরফ থেকে ।

প্রশ্নের ধরণ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “এমসিকিউ হলেও সব ধরনের মেধার পড়ুয়ারা যাতে ভাল ভাবে পরীক্ষা দিতে পারে, তার জন্যই এই বিভাজন। সাধারণ মেধা পড়ুয়া থেকে উচ্চমেধা পড়ুয়া সকলের জন্যই প্রশ্ন থাকবে। পাশাপাশি পাশের হার কমে না যাওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।”

তবে সংসদের এই সিদ্ধান্তে খুশি নয় রাজ্য শিক্ষকমন্ডলীর একাংশ। যেমন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মতে, ‘‘উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সময় এই নির্দেশ দিল তা একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। কারণ, ইতিমধ্যেই অধিকাংশ প্রকাশক বই জমা দিয়েছে সংসদে। তাদের এই প্রশ্নপত্রের ধাঁচ অনুসরণ করার সুযোগ থাকল না। তা ছাড়া যারা সহায়িকা বই প্রকাশ করেন তারা ইতিমধ্যেই বই ছাপা শুরু করেছেন। আমরা মনে করি এই নির্দেশ সিলেবাস প্রকাশের সঙ্গে সঙ্গে দেওয়া উচিত ছিল।”

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 NIOH এ UDC ও LDC পদে চাকরির বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 NIT তে টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন

👉 প্রাইমারির প্রায় ৬০,০০০ চাকরি বাতিলের মুখে? হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের দুশ্চিন্তা বাড়ল

👉 MAFW তে AE পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৬ মে অবধি আবেদন চলবে

WhatsApp Group Join Now

👉 ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

Previous articleNIOH এ UDC ও LDC পদে চাকরির বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে
Next articleSummer Vacation 2024: রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here