গ্রুপ সি এবং ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হল।
নিয়োগের বিস্তারিত তথ্য
1. মাল্টিটাস্কিং স্টাফ / MTS
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
2. ফায়ারম্যান / Fireman
শূন্যপদ- 30 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
3. কুক / Cook
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
4. ক্লিনার / Cleaner
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 1 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
5.মোটর ড্রাইভার / Civilian Motor Driver (Ordinary Grade)
শূন্যপদ- 30 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে হেভি ভেইকেল লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- পে লেভেল 3 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
এছাড়াও এখানে লিডিং ফায়ারম্যান, ভেইকল মেকানিক পদ রয়েছে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। বিস্তারিত সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South)
– 2 ATC, Agram Post, Bangalore -07
আবেদনের সময়সীমা
02/02/2024 এখানে আবেদন পাঠাবার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 চাইল্ড ওয়েলফেয়ার অফিসার সহ বিভিন্ন পদে চাকরি, মাসিক বেতন ২৩ হাজার ১৭০ টাকা
👉 কোলকাতা পুলিশে নতুন ৩৭৭০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ, কবে বিজ্ঞপ্তি জারি হবে?
👉 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ
👉 জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কাউন্সেলর পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৩ হাজার ১৭০ টাকা
👉 ৫৬৯৬ শূন্যপদে ভারতীয় রেলওয়ে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ