ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে 121 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট 12 ধরণের পদ রয়েছে। প্রতিটি পদের জন্য আলাদা যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি রয়েছে। এই প্রতিবেদনে সব কটি পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
নিয়োগের বিস্তারিত তথ্য
1. Assistant Industrial Adviser
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে এখানে।
2. Scientist-B (Physical Rubber, Plastic and Textile)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
3. Assistant Zoologist
শূন্যপদ- এখানে 7 টি শূন্যপদ রয়েছে।
4. Assistant Professor (Oto-Rhino-Laryngology)
শূন্যপদ- 8 টি শূন্যপদ রয়েছে।
5. Assistant Professor (Sports Medicine)
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
6. Specialist (Paediatric Surgery)
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
7. Specialist (Plastic & Reconstructive surgery)
শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।
8. Specialist (Oto-Rhino-Laryngology)
শূন্যপদ- 11 টি শূন্যপদ রয়েছে।
9. Specialist (Cardiology)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
10. Specialist (Dermatology)
শূন্যপদ- 9 টি শূন্যপদ রয়েছে।
11. Specialist (General Medicine)
শূন্যপদ- 37 টি শূন্যপদ রয়েছে।
12. Specialist (Obstetrics and Gynaecology)
শূন্যপদ- 30 টি শূন্যপদ রয়েছে।
প্রয়োজনীয় যোগ্যতা
এখানে মোট 12 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এর মধ্যে 45 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
পদ অনুসারে 7th CPC পে ম্যাট্রিক্সের লেভেল 11 অথবা 10 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য http://www.upsconline.nic.in. এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদন মূল্য
SC/ST/PwBD/Women ছাড়া বাকি প্রার্থীদের 25 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন শেষ – 01/02/2024 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 চাইল্ড ওয়েলফেয়ার অফিসার সহ বিভিন্ন পদে চাকরি, মাসিক বেতন ২৩ হাজার ১৭০ টাকা
👉 কোলকাতা পুলিশে নতুন ৩৭৭০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ, কবে বিজ্ঞপ্তি জারি হবে?
👉 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ
👉 জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কাউন্সেলর পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৩ হাজার ১৭০ টাকা
👉 ৫৬৯৬ শূন্যপদে ভারতীয় রেলওয়ে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ