দার্জিলিং জেলার চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক। ইচ্ছুক প্রার্থীরা এখানে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 2908/DHFWS/SLG/ 83
নোটিশ প্রকাশের তারিখ- 26/12/2023
যে পদে নিয়োগ করা হবে
1. প্যারা মেডিকেল ওয়ার্কার / Para Medical Worker
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
2. ক্লিনিকাল সাইকোলজিস্ট / Clinical Psychologist
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
3. ডেনটাল হাইজিনিস্ট / Dental Hygienist
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
4. ল্যাব টেকনিশিয়ান / Lab. Technician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
5. ফার্মাসিস্ট / Pharmacist
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
6. কাউন্সেলর / Counsellor
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
7. ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার / Block Public Health Manager
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
8. ব্লক এপিডেমিওলজিস্ট / Block Epidemiologist
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
9. যোগা ইন্সট্রাক্টর / Yoga Instructor
শূন্যপদ- 8 টি শূন্যপদ রয়েছে।
10. মেডিকেল অফিসার / Medical Officer
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
এছাড়াও রয়েছে বেশ কয়েক ধরণের পদ। বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
যোগ্যতা
এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 67 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
মাসিক বেতন
পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 10000 টাকা থেকে সর্বোচ্চ 6,0000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
18/01/2024 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে পৌরসভায় গ্রুপ-সি পদে চাকরি, ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে
👉 পশ্চিমবঙ্গ পুলিশে ১২,০০০ নতুন নিয়োগ! দুটির বদলে একটি হবে পরীক্ষা
👉 ১৬৪৬ শূন্যপদে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা
👉 রাজ্যে মিশন বাৎসল্য প্রকল্পে নিয়োগ, মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 ভারতীয় এয়ারপোর্টে বিভিন্ন পদে নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ