RRB Exam Calendar 2025: রেলের একাধিক চাকরির পরীক্ষা তারিখ ঘোষনা হল, কোন মাসে কী পরীক্ষা দেখে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRB Exam Calendar 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB ২০২৫ সালের রেলের সমস্ত পরীক্ষার তারিখ একটি ক্যালেন্ডারের মাধ্যমে প্রকাশ করেছে। এই পরীক্ষার ক্যালেন্ডারে সমস্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে। এই পরীক্ষার ক্যালেন্ডারটি সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আজকের এই প্রতিবেদনে আমরা জানিয়ে দেবো আগামী ২০২৫ সালে রেলের কোন কোন পরীক্ষা কোন কোন মাসে অনুষ্ঠিত হবে এবং সম্পূর্ণ পরীক্ষার ক্যালেন্ডার এবং পিডিএফ ডাউনলোড করার লিংক। 

২০২৫ সালে রেলের কোন কোন পরীক্ষা হবে? 

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ২০২৫ সালে রেলের যে সমস্ত পরীক্ষাগুলি হবে সেগুলি হল-

  • অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট,
  • জুনিয়র ইঞ্জিনিয়ার,
  • নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC),
  • গ্রুপ-ডি,
  • প্যারামেডিকেল স্টাফ এবং
  • মিনিস্টিরিয়াল এন্ড আইসোলেটেড ক্যাটাগরি 

রেলওয়ে পরীক্ষার টেবিল ২০২৫ 

সময়কালপরীক্ষাশূন্যপদ মূল্যায়নOIRMS– এ শূন্যপদ মূল্যায়নProposal for draft  CEN
জানুয়ারি-মার্চঅ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট৩০/০৬/২০২৬নভেম্বর, ২০২৪জানুয়ারি, ২০২৫
এপ্রিল-জুনটেকনিশিয়ান৩০/০৬/২০২৬জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২৫মার্চ,২০২৫
জুলাই-সেপ্টেম্বরNTPC (Graduate) 

 

৩০/০৯/২০২৬

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

এপ্রিল-মে, ২০২৫

 

 

জুন, ২০২৫

NTPC (Under Graduate)
জুনিয়র ইঞ্জিনিয়ার
প্যারামেডিকেল স্টাফ
অক্টোবর-ডিসেম্বরলেভেল-১৩১/১২/২০২৬জুলাই,২০২৫সেপ্টেম্বর,২০২৫

কিভাবে রেলওয়ে পরীক্ষার ক্যালেন্ডার ডাউনলোড করবেন? 

রেলওয়ে পরীক্ষার ক্যালেন্ডার ডাউনলোড করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  1. সর্বপ্রথম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB -এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  2. অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে “Notification” বলে একটি সেকশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
  3. নোটিফিকেশন সেকশনের ভিতরে “Find the exam calendar” সেকশন থাকবে এবং তার মধ্যে “RRB Exam Calendar 2025” অপশন আসবে। সেটাতে ক্লিক করতে হবে।
  4. তারপর “Download” বাটনে ক্লিক করলেই RRB পরীক্ষার ক্যালেন্ডার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।

আপনাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এবং রেলওয়ে পরীক্ষার ক্যালেন্ডার আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। আপনারা সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

রেলওয়ে পরীক্ষার ক্যালেন্ডার- Download Now

Leave a Comment