Spinny Internship Training 2024: অনলাইন ব্যবহৃত গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান Spinny সংস্থার তরফ থেকে প্রোডাক্ট অ্যানালিস্ট ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে। এখানে তারা প্রার্থীদের বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেবে এবং প্রতি মাসে ৩০,০০০/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করবে। তাই যারা প্রোডাক্ট অ্যানালিস্ট নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তাদের জন্য এই ইন্টার্নশিপ ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কি কি দায়িত্ব পালন করতে হবে, কি কি যোগ্যতা লাগবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা হল।
Spinny সম্পর্কে
২০১৫ সালে প্রতিষ্ঠিত Spinny একটি জনপ্রিয় ব্যবহৃত গাড়ির মার্কেটপ্লেস, যা সিরিজ ই ফান্ডিং-এর মাধ্যমে মর্যাদা লাভ করেছে। Accel, Elevation, General Catalyst, ADQ Abu Dhabi এবং Tiger Global-এর মতো বিনিয়োগকারীদের সমর্থনে Spinny তার গ্রাহক সেবা স্বচ্ছতা এবং গুণমানের মাধ্যমে দেশ জুড়ে সুনাম অর্জন করেছে।
বর্তমানে এই সংস্থাটি দেশের ৫০টি বেশি শহরে ২ লক্ষের বেশি গ্রাহককে সেবা প্রদান করেছে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
আবেদন করার জন্য যোগ্যতা
- এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের B.Tech/B.E ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
- সমস্যার সমাধান এবং তথ্য বিশ্লেষণের জন্য শক্তিশালী দক্ষতা দরকার হবে।
- গুগল বা অ্যাডোবি অ্যানালিটিক্সের সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা দরকার।
- এ/বি টেস্টিং এবং মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস সম্পর্কে অভিজ্ঞতা প্রয়োজন।
- নতুন পরিবেশে কাজের জন্য নিজে থেকে উদ্যোগী ও মানিয়ে নিতে সক্ষম হতে হবে।
ইন্টার্নদের দায়িত্ব ও ভূমিকা
এখানে যারা ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হল-
- ব্যবহারকারীর অভিজ্ঞতা ও ব্যবসার ফলাফল উন্নত করতে ডেটা বিশ্লেষণ করতে হবে,
- প্রকৌশল এবং প্রোডাক্ট টিমের সাথে সমন্বয়ে রেখে সঠিক ডেটা সংগ্রহ করতে হবে,
- পরীক্ষা চালানোর জন্য নির্দেশিকা এবং সেরা পদ্ধতিগুলো নির্ধারণ করতে হবে,
- নির্দিষ্ট সমস্যা বিশ্লেষণ করে দিকনির্দেশনা প্রদান করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
যারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ভারতের গুরগাঁওতে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপটির মেয়াদ আবে ৩ মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতিমাসে ৩০,০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিং শেষে প্রতিটি প্রার্থীকে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদন করার ক্ষেত্রে সাহায্য করবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আরও আপডেটঃ ITBP ফোর্সে সাব-ইনস্পেক্টর ও কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে মাসিক বেতন ৩৫,৪০০/- টাকা
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ২৯ নভেম্বর, ২০২৪। তাই যারা আবে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Spinny Internship Training 2024: Apply Now