ITBP Constable Recruitment 2024: ইন্দো টিবেতান বর্ডার পুলিশ ফোর্স (ITBPF) সাব-ইন্সপেক্টর গ্রুপ-ডি এবং হেড কনস্টেবল ও কনস্টেবল গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ থেকে ২৫ বছর বয়সের পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য। ভারতীয় নাগরিক হলে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে এই পদগুলোতে আবেদন করতে পারবে।
আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | ইন্দো টিবেতান বর্ডার পুলিশ ফোর্স (ITBPF) |
পদের নাম | সাব-ইনস্পেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল |
শূন্যপদ | ৫২৬ টি |
বেতন | ২১,৭০০-১,১২,৪০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৪/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | itbpolice.nic.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
এখানে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদগুলি নিচে আলোচনা করা হল-
- সাব-ইনস্পেক্টর (টেলিকমিউনিকেশন) – ৭৮টি শূন্যপদ
- হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন) – ৩২৫টি শূন্যপদ
- কনস্টেবল (টেলিকমিউনিকেশন) – ৪৪টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা
সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং কনস্টেবল পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
বয়স সীমা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বয়স সীমা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
- সাব-ইনস্পেক্টর (টেলিকমিউনিকেশন): ২০-২৫ বছর
- হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন): ১৮-২৫ বছর
- কনস্টেবল (টেলিকমিউনিকেশন): ১৮-২৩ বছর
এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST– ৫ বছর
- OBC– ৩ বছর
- PwBD– ১০ বছর
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
- সাব-ইনস্পেক্টর (টেলিকমিউনিকেশন): প্রতি মাসে ৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা
- হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন): প্রতি মাসে ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা
- কনস্টেবল (টেলিকমিউনিকেশন): প্রতি মাসে ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা
নিয়োগ প্রক্রিয়া
আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা PET, শারীরিক দক্ষতা পরীক্ষা বা PST এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে ITBP-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
- সাব-ইনস্পেক্টর (টেলিকমিউনিকেশন): ২০০/- টাকা
- হেড কনস্টেবল এবং কনস্টেবল (টেলিকমিউনিকেশন): ১০০/- টাকা
- মহিলা, প্রাক্তন সেনা এবং SC/ST ক্যাটেগরি: কোনো আবেদন ফি নেই
আরও আপডেটঃ ভারতীয় রেলে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৫৬৪৭ টি, মাধ্যমিক পাশে আবেদন করুন
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরুর তারিখ- ১৫ নভেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ১৪ ডিসেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now