IDBI ব্যাঙ্কে ১০০০ টি শূন্যপদে এক্সিকিউটিভ নিয়োগ, মাসিক বেতন ৩১,০০০/- টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IDBI Bank Executive Recruitment 2024: IDBI ব্যাঙ্ক লিমিটেডের তরফ থেকে ১০০০ টি এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 

এই নিয়োগটি চুক্তিভিত্তিক এবং নির্বাচিত প্রার্থীরা প্রথমে একটি চুক্তিভিত্তিক সময়কালের জন্যই নিয়োগপত্র পাবেন। ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, পরীক্ষার সিলেবাস সমস্ত বিষয় জানিয়ে দেব। 

নিয়োগকারী সংস্থাIDBI ব্যাঙ্ক লিমিটেড
পদের নামএক্সিকিউটিভ – সেলস ও অপারেশন (ESO)
শূন্যপদ১০০০ টি
বেতন৩১,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৬/১১/২০২৪
অফিশিয়াল পোর্টালidbibank.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম – এক্সিকিউটিভ – সেলস ও অপারেশন (ESO)

মোট শূন্যপদ – ১০০০টি

শিক্ষাগত যোগ্যতা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অবশ্যই যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা 

এই পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত। বয়স হিসাব করতে হবে ১ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • SC/ ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwBD- ১০ বছর

বেতন কাঠামো 

এই পদে চাকরি পেলে প্রথম বছরে বেতন দেওয়া হবে ২৯,০০০/- টাকা প্রতি মাসে এবং দ্বিতীয় বছরে বেতন দেওয়া হবে ৩১,০০০/- টাকা প্রতি মাসে। 

নিয়োগ প্রক্রিয়া 

এখানে মূলত তিনটি ধাপের মাধ্যমে প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপর ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ করা হবে। চূড়ান্ত নিয়োগের জন্য প্রার্থীদের একটি প্রাক-নিয়োগ মেডিকেল পরীক্ষাও দিতে হবে। 

পরীক্ষার সিলেবাস 

অনলাইন পরীক্ষার সিলেবাস সম্পর্কিত বিস্তারিত বিষয় এবং নম্বর সংক্রান্ত তথ্য নিচে আলোচনা করা হল- 

আবেদন পদ্ধতি 

এখানে আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা IDBI ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারপর নিজের সমস্ত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। আবেদন করার জন্য নির্দিষ্ট আবেদন ফি প্রদান করা বাধ্যতামূলক।

আবেদন ফি 

  • SC/ST/PwBD: ₹২৫০ (শুধুমাত্র ইন্টিমেশন চার্জ)
  • General/OBC/EWS: ₹১,০৫০ (আবেদন ফি + ইন্টিমেশন চার্জ)

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট 

আবেদন করার সময় যে যে ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হল-  

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র 
  • জন্ম তারিখের প্রমাণপত্র 
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) 
  • পরিচয় পত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স 

আরও আপডেটঃ গাড়ির মার্কেটপ্লেসে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ৩০,০০০/- টাকা পাবেন

গুরুত্বপূর্ণ তারিখ 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ৬ নভেম্বর, ২০২৪

অনলাইনে আবেদন শুরুর তারিখ- ৭ নভেম্বর, ২০২৪

আবেদনের শেষ তারিখ- ১৬ নভেম্বর, ২০২৪

অনলাইন পরীক্ষার তারিখ- ১ ডিসেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক 

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment