SSC এর মাধ্যমে অ্যাকাউন্ট অফিসার ও অ্যাকাউন্টেন্ট নিয়োগ, ২৭ মে পর্যন্ত আবেদন চলবে

SSC Account Officer & Accountant Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC এর তরফে অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাকাউন্টেন্ট এই দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করতে হবে অন্ফলাইন মাধ্যমে। দেশের সমস্ত যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

1. অ্যাকাউন্ট অফিসার

শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 44900-142400 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. অ্যাকাউন্টেন্ট

শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 9300-34800 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্যতা

গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা

সর্বোচ্চ 56 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

ডেপুটেশনের এর মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের শেষের দিকে আবেদনপত্রটি রয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।

ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

Under Secretary (Estt.), Block No. 12, CGO Complex, Lodhi Road, New Delhi-110003

আবেদনের সময়সীমা

27/05/ 2024 তারিখের বিকেল 5 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে গ্রুপ-সি চাকরি, ১৯ হাজার ৯০০ টাকা মাসিক বেতন

👉 জেলা আদালতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে চাকরি

👉 WBPSC এর তরফে AFO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, ১৩ মে অবধি আবেদন চলবে

👉 ১৩৭৭ শূন্যপদে NVS এ নন-টিচিং স্টাফ পদে চাকরি, ১৮ হাজার টাকা মাসিক বেতন

👉 Summer Vacation 2024: রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here