Central Bank Zone Based Officer Recruitment 2025: যারা ব্যাঙ্কিং সংস্থায় চাকরি খুঁজছেন তাদের জন্যে দারুন সুখবর এনে দিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে Zone Based Officer পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই নিয়োগটি Junior Management Grade Scale I (JMGS-I)-এর নিয়মের ভিত্তিতে করা হবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয়প্রার্থী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করা হল। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব- এখানে কোন পদে নিয়োগ হচ্ছে, মোট কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত রয়েছে, বেতন কাঠামো কত এবং কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য।
নিয়োগকারী সংস্থা | সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম | Zone Based Officer |
শূন্যপদ | ২৬৬ টি |
মাসিক বেতন | ৪৮,৪৮০/- থেকে ৮৫,৯২০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৯/০২/২০২৫ |
অফিসিয়াল পোর্টাল | centralbankofindia.co.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- Zone Based Officer (JMGS-I)
মোট শূন্যপদ- এখানে মোট শূন্যপদএর সংখ্যা ২৬৬ টি। তবে এখানে প্রত্যেকটি জোনের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে যেগুলি বিস্তারিত আলোচনা করা হল
জোনের নাম | শূন্যপদ |
আহমেদাবাদ জোন | ১২৩ টি |
চেন্নাই জোন | ৫৮ টি |
গৌহাটি জোন | ৪৩ টি |
হায়দ্রাবাদ জোন: | ৪২ টি |
শিক্ষাগত যোগ্যতা
সেন্ট্রাল ব্যাংকের এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যাকাউন্ট্যান্টে স্নাতকোত্তর ডিগ্রী লাগবে।
প্রয়োজনীয় অভিজ্ঞতা
এখানে আবেদন করার জন্যে নির্ধারিত ব্যাংক বা সমবায় ব্যাংক বা NBFC-তে ১ বছরের অফিসার বা সুপারভাইজার পদে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়া ক্লারিক্যাল পদে ৩ বছরের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে।
বয়স সীমা
সেন্ট্রাল ব্যাংকের এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর বয়স চাওয়া হয়েছে ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ৩০ শে নভেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST- ৫ বছর
- OBC- ৩ বছর
- PWBD- ১০ বছর
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রাথমিক বেতন শুরু হবে ৪৮,৪৮০/- টাকা থেকে ৮৫,৯২০/- টাকা পর্যন্ত প্রতি মাসে। এছাড়া অতিরিক্ত ভাতা এবং সুবিধা দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর মৌখিক পরীক্ষা নেওয়া হবে, তারপর মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস
লিখিত পরীক্ষায় ইংরেজি ভাষা, ব্যাংকিং জ্ঞান, কম্পিউটার জ্ঞান এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে। এখানে মোট ১২০ নাম্বারের পরীক্ষা হবে এবং সময় থাকবে ৮০ মিনিট।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীরা সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে মনে রাখবেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আগে অবশ্যই অনলাইনের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে।
আরও আপডেট: রিলায়েন্স ক্যাপিটাল ইন্টার্নিশিপ ২০২৫! মাসে ১৫,০০০ টাকা আবেদন করলে মিলবে (Apply Now)
আবেদন ফি
- SC/ST/PwBD/মহিলা প্রার্থী- ₹১৭৫ + GST
- অন্যান্য প্রার্থী- ₹৮৫০ + GST
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২১ জানুয়ারি, ২০২৫
আবেদনের শেষ তারিখ- ৯ ফেব্রুয়ারি, ২০২৫
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now