রাজ্যের জেলা আদালতে গ্রুপ-D, গ্রুপ-C, ক্লার্ক ইত্যাদি পদে কর্মী নিয়োগ শুরু হল। কোলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিয়োগ করা হবে বীরভূম জেলা আদালতে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ছেলে-মেয়ে সকল চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন।
ঠিক কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কত হতে হবে, শুন্যপদ কয়টি রয়েছে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে নিচে থেকে পরপর জেনে নিন।
নোটিশ নম্বরঃ 02
নোটিশ প্রকাশের তারিখঃ 27.04.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রেড III (গ্রুপ-B)
(2) বাংলা ট্রান্সলেটর (গ্রুপ-B)
(3) লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-C)
(4) প্রসেস সার্ভার (গ্রুপ-C)
(5) পিয়ন/ নাইট গার্ড (গ্রুপ-D)
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- ইংলিশ স্টেনোগ্রাফার
বেতন- পে লেভেল 10 অনুযায়ী প্রতি মাসে 32,100 – 82,900 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 39 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 80 টি শব্দ এবং কম্পিউটারে প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপ করতে পারতে হবে।
শুন্যপদ- 5 টি
(2) পদের নাম- বাংলা ট্রান্সলেটর
বেতন- পে লেভেল 9 অনুযায়ী প্রতি মাসে 28,900 – 74,500 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 39 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
- ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারতে হবে।
- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে ইংরেজি অথবা বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
- সেইসাথে বেসিক কম্পিউটার এবং কম্পিউটারে টাইপিং করা জানতে হবে।
শুন্যপদ- 3 টি
(3) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক
বেতন- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700 – 58,500 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং বেসিক কম্পিউটার এবং কম্পিউটারে টাইপিং করা জানতে হবে।
শুন্যপদ- 28 টি
(4) পদের নাম- প্রসেস সার্ভার
বেতন- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 21,000 – 54,000 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ করতে হবে এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 8 টি
(5) পদের নাম- পিয়ন/ নাইট গার্ড
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 17,000 – 43,600 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
শুন্যপদ- 49 টি
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন। অফিসিয়াল নোটিশের 4 নম্বর পেজে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারে জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রতিদিনকার মতো আজকেও আবেদন করার অফিসিয়াল লিংক নিচে দেওয়া হয়েছে। ঐ লিংকে ক্লিক করে আবেদন করা যাবে।
আবেদন করার সময় প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হলে লগ ইন করে দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন ফিঃ
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 27.04.2022 |
আবেদন শুরু | 28.04.2022 |
আবেদন শেষ | 12.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-