DRDO সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৭০০০/- টাকা, বিস্তারিত তথ্য জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DRDO JRF Recruitment 2024: ভারত সরকারের প্রতিরক্ষা ও উন্নয়ন গবেষণা সংস্থার (DRDO) অধীনে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি হায়দ্রাবাদ, প্রতিরক্ষা বিষয়ক গবেষণা ক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

এখানে চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে কর্মরত প্রার্থীদেরকে প্রতি মাসে ৩৭০০০/- টাকা বেতন দেওয়া হবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাভারত সরকারের প্রতিরক্ষা ও উন্নয়ন গবেষণা সংস্থা (DRDO)
পদের নামজুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF)
শূন্যপদ১২ টি
মাসিক বেতন৩৭,০০০/- টাকা
আবেদন পদ্ধতিসরাসরি ইন্টারভিউ
ইন্টারভিউয়ের তারিখ৩ থেকে ৬ ডিসেম্বর, ২০২৪
অফিশিয়াল পোর্টালdrdo.gov.in

পদের নাম ও শূন্যপদ 

এখানে সমস্ত পদ এবং শূন্যপদ সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল- 

  • JRF-01: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ৮টি শূন্যপদ
  • JRF-02: মেকানিক্যাল/ অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং- ৪টি শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা 

JRF-01: এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বিভাগে B.Tech/B.E ডিগ্রি এবং বৈধ GATE স্কোর অথবা প্রথম বিভাগে M.Tech/M.E ডিগ্রি থাকতে হবে।

JRF-02: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল, অথবা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বিভাগে B.Tech/B.E ডিগ্রি এবং বৈধ GATE স্কোর অথবা প্রথম বিভাগে M.Tech/M.E ডিগ্রি থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা 

এই পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবে।

  • OBC- ৩ বছরের ছাড়
  • SC/ST- ৫ বছরের ছাড়
  • PwBD- ১০ বছরের ছাড়

বেতন কাঠামো 

এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৩৭০০০/- টাকা বেতন দেওয়া হবে। 

নিয়োগ পদ্ধতি 

এখানে যোগ্য প্রার্থীদের GATE পরীক্ষার স্কোর এবং নূন্যতম যোগ্যতা ডিগ্রীর নম্বরের উপর ভিত্তি করে শর্টলিস্ট তৈরি করা হবে। সেই শর্টলিস্টের ভিত্তিতে প্রার্থীদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে সরাসরি নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়া 

এখানে অনলাইন বা অফলাইন কোনভাবেই আবেদন করতে হবে না। সরাসরি নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদনপত্র নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট

ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যে যে ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-

  • বৈধ GATE পরীক্ষার রেজাল্ট,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
  • NOC (যদি সরকারি কর্মচারী হন)

গুরুত্বপূর্ণ তারিখ ও স্থান 

ইন্টারভিউয়ের তারিখ (JRF-01)- ৩ ও ৪ ডিসেম্বর, ২০২৪

ইন্টারভিউয়ের তারিখ (JRF-02)- ৫ ও ৬ ডিসেম্বর, ২০২৪

ইন্টারভিউয়ের স্থান- ডিআরডিও টাউনশিপ, কাঞ্চনবাগ, হায়দ্রাবাদ

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদনপত্র- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment