ECIL Project Engineer Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) সংস্থার তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদগুলোতে ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গে যেকোন জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) |
পদের নাম | প্রকল্প প্রকৌশলী, কারিগরি কর্মকর্তা ও সহকারী প্রকল্প প্রকৌশলী |
শূন্যপদ | ৬৩ টি |
বেতন | ৪০,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অফলাইন |
ইন্টারভিউের তারিখ | ০৭/১১/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | ecil.co.in |
পদের বিবরণ এবং শূন্যপদ
এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেই পদগুলি এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদ সংক্রান্ত তথ্য আলোচনা করা হল-
- প্রকল্প প্রকৌশলী (Project Engineer) – ২০ টি
- কারিগরি কর্মকর্তা (Technical Officer) – ২৮ টি
- সহকারী প্রকল্প প্রকৌশলী (Assistant Project Engineer) – ১৫ টি
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রত্যেকটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
- প্রকল্প প্রকৌশলী (Project Engineer)– এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে BE/B.Tech ডিগ্রী করে থাকতে হবে।
- কারিগরি কর্মকর্তা (Technical Officer)- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.SC বা BE/B.Tech ডিগ্রী অর্জন করতে হবে।
- সহকারী প্রকল্প প্রকৌশলী (Assistant Project Engineer)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেনির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST- ৫ বছর
- OBC- ৩ বছর
- PwBD- ১০ বছর
বেতন কাটামো
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
- প্রকল্প প্রকৌশলী (Project Engineer)– মাসিক ৪০,০০০/- টাকা
- কারিগরি কর্মকর্তা (Technical Officer)– মাসিক ২৫,০০০/- টাকা
- সহকারী প্রকল্প প্রকৌশলী (Assistant Project Engineer)– মাসিক ২৪,৫০০/- টাকা
নিয়োগ পদ্ধতি
এখানে নিয়োগের জন্য কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে উপস্থিত থাকতে হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম আমাদের প্রতিবেদনের নিচ থেকে আবেদন ফরমটি ডাউনলোড করতে হবে। এরপর সেটি প্রিন্ট আউট করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর আবেদন ফরমের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে ইন্টারভিউ দিতে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
এখানে যে যে ডকুমেন্ট প্রয়োজন সেগুলি হল-
- আধার কার্ড বা ভোটার আইডি,
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
- জন্ম সার্টিফিকেট,
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
আরও আপডেটঃ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে(BEL) ম্যানেজার পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৭০,০০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ ও স্থান
ইন্টারভিউর তারিখ- ৭ নভেম্বর, ২০২৪
ইন্টারভিউর স্থান- ECIL Apeejay House, 4th Floor, 15 Park Street, Kolkata – 700016
গুরুত্বপূর্ণ লিংক
আবেদনপত্র- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now