গ্রাম পঞ্চায়েত নিয়োগ ২০২৪! শিক্ষাগত যোগ্যতা ও সিলেবাস সম্পর্কে জানুন

Gram Panchayat Recruitment 2024! Know about Educational Qualification and Syllabus
WhatsApp Group Join Now

লোকসভা ভোটের আগে পঞ্চায়েত দফতরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং গ্ৰুপ- ডি সহ আরও বিভিন্ন ধরণের শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। বিভিন্ন পদের জন্য লিখিত পরীক্ষার সিলেবাস এই প্রতিবেদনে জেনে নিন।

1) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট

যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম স্নাতক পাশ করে থাকতে হবে। পাশাপাশি, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সাইন্স বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

এছাড়াও, সোশ্যাল ওয়ার্ক এবং গ্রাম উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এখানে নিম্নলিখিত বিষয় থেকে প্রশ্ন থাকবে:

ইংরেজি, বাংলা এবং গণিত প্রতিটি বিষয় থেকে 25 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে 10 নম্বরের প্রশ্ন হবে। সাথে, 15 নম্বর থাকবে ইন্টারভিউয়ের জন্য।

বেতন: 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

2) নির্মাণ সহায়ক

যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী পাশ করে থাকতে হবে।

এখানে নিম্নলিখিত বিষয় থেকে প্রশ্ন থাকবে:

ইঞ্জিনিয়ারিং (সিভিল) বিষয় থেকে 65 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে 7 নম্বরের এবং ইংরেজি বিষয় থেকে 13 নম্বরের প্রশ্ন হবে। সাথে, 15 নম্বর থাকবে ইন্টারভিউয়ের জন্য।

বেতন: 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

3) সেক্রেটারি

যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও, নূন্যতম 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

WhatsApp Group Join Now

এখানে নিম্নলিখিত বিষয় থেকে প্রশ্ন থাকবে:

ইংরেজি, বাংলা এবং গণিত প্রতিটি বিষয় থেকে 25 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে 10 নম্বরের প্রশ্ন হবে। সাথে, 15 নম্বর থাকবে ইন্টারভিউয়ের জন্য।

বেতন: 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

4) গ্রাম সহায়ক

যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও, নূন্যতম 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

এখানে নিম্নলিখিত বিষয় থেকে প্রশ্ন থাকবে:

ইংরেজি, বাংলা এবং গণিত প্রতিটি বিষয় থেকে 25 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে 10 নম্বরের প্রশ্ন হবে। সাথে, 15 নম্বর থাকবে ইন্টারভিউয়ের জন্য।

বেতন: 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

5) পঞ্চায়েত কর্মী

যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম ক্লাস এইট পাশ করে থাকতে হবে। এছাড়াও, নূন্যতম 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

এখানে নিম্নলিখিত বিষয় থেকে প্রশ্ন থাকবে:

ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত প্রতিটি বিষয় থেকে 10 নম্বর, এবং বাংলা থেকে 13 নম্বরের প্রশ্ন হবে। সাথে, 15 নম্বর থাকবে ইন্টারভিউয়ের জন্য।

বেতন: 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিটি পদের জন্যই বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, ২৭ মার্চ অবধি আবেদন চলবে

👉 HAL এ সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন পদে নিয়োগ! মোট শূন্যপদ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBPSC এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ৩৫ হাজার ৮০০ টাকা মাসিক বেতন

👉 ভোটের পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, ঠিক যা জানালেন পর্ষদ সভাপতি

👉 ৩১৪ শূন্যপদে SAIL এ নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

Previous articleWBP 2024 কনস্টেবল নিয়োগের শূন্যপদ বাড়ানো হল, নতুন শূন্যপদ কত হলো?
Next articleডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ বিভিন্ন পদে নিয়োগ, ২২ মার্চ পর্যন্ত আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here