রাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, ২৭ মার্চ অবধি আবেদন চলবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের তরফে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি নোটিশ জারি করা হয়েছে। এখানে কনসালটেন্ট পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে।

এই নিয়োগটি চুক্তি ভিত্তিক ধরণের। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- WBERC/A-17/6/4792

নোটিশ প্রকাশের তারিখ- 09.02.2024

যে পদে নিয়োগ করা হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কনসালটেন্ট (পার্ট টাইম)

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের Mechanical/ Electrical Engineering এ চার বছরের বি টেক ডিগ্রি এবং পনেরো বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে বয়সসীমার কথা উল্লেখ নেই।

মাসিক বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের মাসিক 15,00,00 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 3 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

The Secretary, WBERC, Plot No: AH/5 (2nd & 4th Floor), Premises No: MAR 16-1111, Action Area -1A, New Town, Rajarhat, Kolkata 700163

গুরুত্বপূর্ণ তারিখ

27/03/2024 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 WBPSC এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ৩৫ হাজার ৮০০ টাকা মাসিক বেতন

👉 ভোটের পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, ঠিক যা জানালেন পর্ষদ সভাপতি

👉 ৩১৪ শূন্যপদে SAIL এ নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 ১০,২৫৫ শূন্যপদে WBP-তে নতুন কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশেই চাকরি

👉 ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

Leave a Comment