WBP 2024 কনস্টেবল নিয়োগের শূন্যপদ বাড়ানো হল, নতুন শূন্যপদ কত হলো?

WBP 2024 Constable Recruitment Vacancy Extended, How Much New Vacancy?
WhatsApp Group Join Now

দিন কয়েক আগেই, কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছিল পুলিশ বোর্ড

রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট অপশনে গেলেই দেখা যাচ্ছে সেই নোটিশ। নোটিশে শূন্যপদের সংখ্যা রয়েছে 10,255 টি। তবে রাজ্য পুলিশ কনস্টেবলে 10,255 টি শূন্যপদের সংখ্যা বাড়িয়ে 11,749 টি শূন্যপদ করা হয়েছে। নতুন করে বৃদ্ধি পাওয়া শূন্যপদের সংখ্যা জানিয়ে প্রকাশ করা হয়েছে একটি নতুন নোটিশ।

নোটিশে দেখা যাচ্ছে, আগের তুলনায় UR শূন্যপদ কমিয়ে দেওয়া হয়েছে। আগে যা 1224 টি ছিল, বর্তমানে তা কমে 840 করা হয়েছে।

এছাড়াও নোটিশে জানানো হয়েছে, EC, সিভিক, HG এইসব ক্যাটাগরির শূন্যপদ গুলি যদি পুরন না হয়, তাহলে সেই শূন্যপদ গুলি, জেনারেল প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে।

যোগ্যতা

চাকরিপ্রার্থীরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। সাথে বাঙলা অথবা নেপালি ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীদের বয়স 18 থেকে 30 এর মধ্যে হতে হবে। তবে,

1) তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। একই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলান্টিয়াররা। তাঁরা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

2) 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী অর্থাৎ, ওবিসি-এ এবং ওবিসি-বি সহ তৃতীয় লিঙ্গের প্রার্থীরা।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 07/03/2024 তারিখে।

আবেদন শেষ হবে 05/04/2024 তারিখে।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

WhatsApp Group Join Now

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, ২৭ মার্চ অবধি আবেদন চলবে

👉 HAL এ সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন পদে নিয়োগ! মোট শূন্যপদ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 WBPSC এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ৩৫ হাজার ৮০০ টাকা মাসিক বেতন

👉 ভোটের পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, ঠিক যা জানালেন পর্ষদ সভাপতি

👉 ৩১৪ শূন্যপদে SAIL এ নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

Previous articleরাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, ২৭ মার্চ অবধি আবেদন চলবে
Next articleগ্রাম পঞ্চায়েত নিয়োগ ২০২৪! শিক্ষাগত যোগ্যতা ও সিলেবাস সম্পর্কে জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here