Indian Coast Guard Assistant Recruitment 2024: ইন্ডিয়ান কোস্ট গার্ড ২০২৪ সালে অ্যাসিস্ট্যান্ট এবং লিডিং হ্যান্ড ফায়ারম্যান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪৮ টি শূন্যপদে এই নিয়োগটি ডেপুটেশন ভিত্তিতে সম্পন্ন হবে।
যারা কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করছেন বা এই চাকরির জন্য যোগ্য তারা খুব সহজে অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ইন্ডিয়ান কোস্ট গার্ড |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট এবং লিডিং হ্যান্ড ফায়ারম্যান |
শূন্যপদ | ৪৮ টি |
মাসিক বেতন | ৯৩০০/- থেকে ৩৪,৮০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে |
অফিশিয়াল পোর্টাল | joinindiancoastguard.cdac.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট এবং লিডিং হ্যান্ড ফায়ারম্যান
মোট শূন্যপদ- ৪৮ টি
পদের নাম | শূন্যপদ |
অ্যাসিস্ট্যান্ট | ৩৪ টি |
লিডিং হ্যান্ড ফায়ারম্যান | ১৪ টি |
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে কেন্দ্রীয় সরকারের অধীনে সমতুল্য কোন পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
লিডিং হ্যান্ড ফায়ারম্যান- এই পদে আবেদন করার জন্য আগ্রহে চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি ফায়ার ফাইটিং ক্যাডারে বা সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ এবং কঠিন কাজ করার সক্ষমতা থাকতে হবে।
বয়স সীমা
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সর্বচ্চ বয়স চাওয়া হয়েছে ৫৬ বছর পর্যন্ত।
বেতন কাঠামো
- অ্যাসিস্ট্যান্ট- ৯৩০০/- থেকে ৩৪,৮০০/- টাকা (গ্রেড পে ৪২০০/-)
- লিডিং হ্যান্ড ফায়ারম্যান- ৫২০০/- থেকে ২০,২০০/- টাকা (গ্রেড পে ২০০০/-)
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে আবেদনপত্র যাচাই করার পর ডেপুটেশনের জন্য নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করতে হবে। কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এখানে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীকে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সেটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করে নিচে দেওয়া ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Directorate of EP, CP, OA and R, Coast Guard Headquarters, National Stadium Complex, New Delhi-110001
আরও আপডেটঃ ITBP ফোর্সে হেড কনস্টেবল এবং কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন, বেতন ২৫,৫০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ২১-২৭ ডিসেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে
গুরুত্বপূর্ণ লিংক
আবেদনপত্র- Download Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here