ISI Recruitment 2024: ভারতীয় পরিসংখ্যান সংস্থায় ইন্টারভিউের মাধ্যমে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩১,০০০/- টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ISI Recruitment 2024: ভারতীয় পরিসংখ্যান সংস্থা (ISI) “Project Linked Person” পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মূলত কৃষি ও পরিবেশ গবেষণা ইউনিটে সংযুক্ত এবং যারা উদ্ভিদবিদ্যা, প্রাণ রসায়ন, আণবিক জীববিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে যোগ্যতা অর্জন করেছে তারা আবেদনযোগ্য। 

আগ্রহি চাকরিপ্রার্থীরা খুব সহজেই অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাভারতীয় পরিসংখ্যান সংস্থা (ISI)
পদের নামProject Linked Person
শূন্যপদ১ টি
বেতন৩১,০০০/- টাকা
আবেদন পদ্ধতিসরাসরি ইন্টারভিউ
ইন্টারভিউের তারিখ১১/১১/২০২৪
অফিশিয়াল পোর্টালisical.ac.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- Project Linked Person

শূন্যপদ- ১ টি

শিক্ষাগত যোগ্যতা 

এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে M.Sc ডিগ্রী (উদ্ভিদবিদ্যা, প্রাণ রসায়ন, আণবিক জীববিদ্যা, মাইক্রোবায়োলজি, পরিবেশ বিজ্ঞান বা বায়োটেকনোলজি) অর্জন করতে হবে। এছাড়া জীববিজ্ঞানের গবেষণাগারে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং MS Word, Excel, Powerpoint, ফটোশপে বিশেষ জ্ঞান থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা 

এখানে আবেদন করতে হলে আগ্রহী চাকরিপ্রার্থীর ৩৫ বছরের বেশি বয়স হওয়া যাবে না। বয়স হিসাব করতে হবে ১১ই নভেম্বর, ২০২৪ এই তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

  • SC/ ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwBD- ১০ বছর

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীকে প্রতি মাসে ৩১,০০০/- টাকা বেতন দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া 

এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট হবে না। সরাসরি ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ করা হবে। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে। তবে দশজনের বেশি প্রার্থী উপস্থিত হলে প্রাথমিক বাছাই পরীক্ষা হবে এবং শীর্ষ ১০ জন প্রার্থীকে চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হবে।

আবেদন পদ্ধতি 

এখানে অনলাইন বা অফলাইন কোনভাবেই আবেদন করার প্রয়োজন নেই। আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে সেটা নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করে নিচের দেওয়া ঠিকানা এবং নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে যেতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে।

ইন্টারভিউের স্থান ও তারিখ 

ইন্টারভিউের স্থান- Agricultural and Environmental Research Unit, Kolkata

ইন্টারভিউের তারিখ- ১১ নভেম্বর, ২০২৪

আরও আপডেটঃ JEE Main 2025: পুরনো নিয়ম পাল্টে গেল! এই নতুন নিয়মগুলি না জেনে JEE Main পরীক্ষার প্রস্তুতি নেবেন না

প্রয়োজনীয় ডকুমেন্ট

যে যে ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে সেগুলি হল- 

  • আবেদনপত্র,
  • জন্মতারিখের প্রমাণপত্র, 
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং
  • অভিজ্ঞতা সার্টিফিকেট

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment