NTPC Assistant Officer Recruitment 2024: NTPC Limited (National Thermal Power Corporation) অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট ৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | National Thermal Power Corporation |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট অফিসার (সেফটি) |
শূন্যপদ | ৫০ টি |
মাসিক বেতন | ৩০,০০০/- টাকা থেকে ১,২০,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১০/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | ntpc.co.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট অফিসার (সেফটি)
মোট শূন্যপদ- ৫০ টি
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে নীচের যেকোনো একটি শাখায় ন্যূনতম ৬০% নম্বর সহ ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে হবে।
- মেকানিক্যাল
- ইলেকট্রিক্যাল
- ইলেকট্রনিক্স
- সিভিল
- প্রোডাকশন
- কেমিক্যাল
- কনস্ট্রাকশন
- ইনস্ট্রুমেন্টেশন
বয়স সীমা
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৪৫ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST- ৫ বছর
- OBC- ৩ বছর
- PwBD- ১০ বছর
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৩০,০০০/- টাকা থেকে ১,২০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পার্ট ১-এ সাবজেক্ট নলেজ টেস্ট হবে এবং পার্ট ২-তে এক্সিকিউটিভ অ্যাপটিটিউড টেস্ট হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা NTPC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
সাধারণ/ EWS/ OBC প্রার্থীদের জন্য- ৩০০/- টাকা
SC/ ST /PwBD /Ex-Servicemen /মহিলা প্রার্থীদের জন্য- কোনো আবেদন ফি নেই
আরও আপডেটঃ BSF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ, হিন্দী জানলেই আবেদন করা যাবে, মাসিক বেতন ৫৬,১০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৬ নভেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ১০ ডিসেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here