ONGC Junior Consultant Recruitment 2024: তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ONGC) তরফ থেকে সম্প্রতি জুনিয়র কনসালটেন্ট পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অবসরপ্রাপ্ত DILR/SLR সার্ভেয়ার কর্মীরা খুব সহজেই আবেদন করতে পারবে।
এখানে অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ONGC) |
পদের নাম | জুনিয়র কনসালটেন্ট |
শূন্যপদ | ২ টি |
বেতন | ২৭,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন বা অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ইন্টারভিউয়ের ১০ দিন আগে পর্যন্ত |
অফিশিয়াল পোর্টাল | ongcindia.com |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- জুনিয়র কনসালটেন্ট
শূন্যপদ- ২ টি
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে গুজরাট সরকারের DILR/SLR সার্ভেয়ার পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে এবং কমপক্ষে ৩ বছর সার্ভে কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ হওয়া হয়েছে ৬৬ বছর। কিন্তু দুই বছরের মেয়াদ শেষে সর্বাধিক বয়স ৬৮ বছর হতে হবে।
বেতন কাঠামো
এখানে ONGC সংস্থার তরফ থেকে নির্দিষ্ট বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল-
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতে এখানে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়া অফলাইনে আবেদন করার জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
I/C-LAQ, ONGC, KDM ভবন, পালভাসানা, মেহসানা, গুজরাত-৩৮৪০০৩
আরও আপডেটঃ Zepto কোম্পানিতে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ২৫,০০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে ইন্টারভিউয়ের ১০ দিন আগে পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now