রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে চাকরির নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে, অনলাইন এবং অফলাইন যেকোনো মাধ্যমেই আবেদন করা যাবে।
মোটা মাইনের এই চাকরির ক্ষেত্রে মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি রয়েছে এবং সম্পূর্ন আবেদন করার প্রক্রিয়া বিস্তারিত জানানো হল।
Ramakrishna Mission Academy Recruitment
পদের নামঃ ভাইস প্রিন্সিপাল (Vice Principal)
বেতনঃ পে লেভেল 14 অনুযায়ী প্রতি মাসে 58,600 – 1,02,800 টাকা।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 45 বছরের কম হতে হবে। সংরক্ষিত শ্রেনির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
(1) অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
(2) স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে ব্লাইন্ড টিচিং এর ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে।
(3) ব্লাইন্ড স্কুলে তিন বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদঃ 1 টি
চাকরির ধরনঃ স্থায়ী (Permanent) চাকরি
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউঃ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ পরে ইমেল এবং রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইন আবেদন- অফলাইনের ক্ষেত্রে আবেদন করার ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। ফর্ম প্রিন্ট করা হলে সেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর ফর্মের সাথে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে। সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরতে হবে। খামটিকে স্কুলের ঠিকানায় পাঠাতে হবে।
অফলাইনে আবেদনপত্র জমা করার ঠিকানাঃ Secretary, Ramakrishna Mission Blind Boys’ Academy, Narendrapur, Kolkata-700103.
অনলাইন আবেদন- রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে।
যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার জন্য অনলাইনে আবেদন করার লিংক নিচে দেওয়া আছে। ঐ লিঙ্কের উপর ক্লিক করে আবেদন করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 12.05.2022 |
আবেদন শুরু | 12.05.2022 |
আবেদন শেষ | 30.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ অনলাইনে আবেদন করার লিংকঃ Apply Now
▶️ অফলাইনে আবেদন করার ফর্মঃ Download
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-