দক্ষিণ-পশ্চিম রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ, আবেদন পদ্ধতি জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

South Western Railway Recruitment 2024: দক্ষিণ-পশ্চিম রেলওয়ে (South Western Railway) তরফ থেকে সম্প্রতি স্কাউট ও গাইডস কোটার অধীনে ১১ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের আওতায় তারা লেভেল-১ এবং লেভেল-২ পর্যায় বিভিন্ন পদে নিয়োগ করছে। 

তাই যারা রেলওয়েতে কাজ করার সুযোগ খুঁজছেন তাদের এই চাকরিটি দুর্দান্ত সুযোগে চলেছে। এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলেমেয়ে উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাRailway Recruitment Cell (RRC)
পদের নামলেভেল-১ এবং লেভেল-২
শূন্যপদ১১ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ০৯/১২/২০২৪
অফিশিয়াল পোর্টালswr.indianrailways.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- লেভেল-১ এবং লেভেল-২

শূন্যপদ- মোট ১১টি (লেভেল-২ তে ৩টি এবং লেভেল-১ তে ৮টি পদ)

শিক্ষাগত যোগ্যতা

লেভেল-২: এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিরপ্রার্থীদের ৫০% নাম্বার সহ দ্বাদশ শ্রেণী পাস করতে হবে এবং প্রাসঙ্গিক কারিগরি যোগ্যতা থাকতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লেভেল-১: এই পদে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং আইটিআই অথবা সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

বয়স সীমা 

এই পদগুলিতে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ১৮ বছর। কিন্তু বিভিন্ন পদ ও প্রার্থীদের ক্যাটাগরির উপর নির্ভর করে সর্বোচ্চ বয়স আলাদা আলাদা হতে পারে। সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে। 

এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • SC/ST– ৫ বছর
  • OBC– ৩ বছর
  • PwBD– ১০ বছর

বেতন কাঠামো 

এই পদগুলিতে চাকরি পেলে প্রত্যেকটি পদে মাসিক বেতন কাঠামো গ্রেড পে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত করা হবে। বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনের নিচ থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম সংশ্লিষ্ট পদের জন্য একটি লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া 

এই পদগুলিতে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করবেন। এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনে ডকুমেন্টগুলি যুক্ত করে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্র জমা করার ঠিকানা

The Assistant Personnel Officer/HQ., South Western Railway- HQ Office, Personnel Department, Rail Soudha, Gadag Road, Hubballi-580020. 

আরও আপডেটঃ টেরিটোরিয়াল আর্মিতে ১৯০১ টি শূন্যপদে নিয়োগ, অষ্টম শ্রেণি এবং মাধ্যমিক পাশে আবেদন চলছে

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ৯ নভেম্বর, ২০২৪

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ৯ ডিসেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক

আবেদনপত্র- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment