রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের পূর্ব মেদিনীপুরের কোচবিহার জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড্রাইভার পদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে।

রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে। এখানের আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- DPM21/1040

নোটিশ প্রকাশ- 08.02.2024

যে পদে নিয়োগ হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ড্রাইভার / Driver

শূন্যপদ

এখানে মোট 1 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে LMV অর্থাৎ লাইট মোটর ভেইকেল চালানোর। প্রার্থীরা যদি HIV সংক্রমিত কমিউনিটির সদস্য হয়ে থাকেন, তাহলে দেওয়া হবে অগ্রাধিকার।

বয়সসীমা

এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতন

এখানে প্রার্থীকে 11,264 টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

মোট 1 বছরের চুক্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে আলাদা করে আবেদন করতে হবে না। নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 3 নং পাতাতে আবেদনপত্র ফর্মটি রয়েছে। সেটি প্রিন্ট করিয়ে যথাযথভাবে পূরণ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। সাথে নিতে হবে নিজের যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র।

ইন্টারভিউয়ের স্থান

CMOH OFFICE, TAMLUK, PURBA MEDINIPURE, PIN – 721636

ইন্টারভিউয়ের তারিখ

13.02.2024 তারিখের বেলা 12 টায় প্রার্থীদের রিপোর্ট করতে হবে। ইন্টারভিউ চলবে 3 টে পর্যন্ত।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ৬০৬ শূন্যপদে ইউনিয়ন ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি, ২৩ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়তে চলেছে, কতটা বাড়বে জানুন

👉 এবার নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দিতে হবে টেট? কেন্দ্রের নয়া নির্দেশিকা প্রকাশ

👉 DM অফিসে কেস ওয়ার্কার পদে নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

👉 SBI ব্যাঙ্কে অ্যাসিস্টেন্ট ম্যানেজার সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

Leave a Comment