Times Internet Internship Training 2024: ডিজিটাল মিডিয়া জগতে একটি অসাধারণ অভিজ্ঞতার সুযোগ নিয়ে হাজির হয়েছে Times Internet। এই সংস্থার তরফ থেকে ২০২৪ সালের জন্য মার্কেটিং ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রদান করা হবে। তাই যারা ভবিষ্যতে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে এগিয়ে যেতে চান তাদের জন্য এই ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত বিবরণ, যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় এই ট্রেনিংটি হবে ইত্যাদি সমস্ত তথ্য তুলে ধরা হল।
Times Internet সম্পর্কে
Times Internet হল ভারতে অন্যতম শীর্ষস্থানীয় একটি ডিজিটাল সংস্থা, যা Times গ্রুপের ডিজিটাল শাখা। প্রতি মাসে প্রায় ২৭০ মিলিয়ন দর্শক এবং ২১.৪ বিলিয়ন ওয়েবসাইট ভিজিটর রয়েছে এই সংস্থার।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিভিন্ন ডিজিটাল পণ্য সরবরাহ করে থাকে, যা সারা বিশ্বের গ্রাহকদের তথ্যপ্রধান ও বিনোদনে সাহায্য করে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা-
- পূর্ণ সময়ের জন্য অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে হবে,
- ২১ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে পারবেন,
- ৬ মাসের জন্য ইন্টারশিপ করতে পারবেন,
- গুরগাঁও বা তার আশেপাশের অঞ্চলে বসবাস করেন,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ রয়েছে,
ইন্টার্নদের দায়িত্ব সমূহ
এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হল-
- ইভেন্টের জন্য নতুন আইডিয়া এবং পরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করতে হবে,
- ইনভয়েস এবং বাজেট পরিচালনা করতে হবে,
- সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা করতে হবে,
- স্পনসরশিপ চুক্তির জন্য দর কষাঘষি করতে হবে,
- লজিস্টিক পরিচালনা করতে হবে,
- ইভেন্ট পরিচালনা করতে হবে,
- যোগাযোগ এবং ব্র্যান্ডিং নিয়ন্ত্রণ করতে হবে,
- প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করতে হবে,
- ইভেন্ট পরবর্তী রিপোর্ট তৈরি করতে হবে,
ইন্টার্নশিপের স্থান
যারা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ভারতের গুরগাঁওতে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটির মেয়াদ হবে ছয় মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ১০,০০০/- টাকা করে স্টাইপেন্ডে দেওয়া হবে এবং ট্রেনিং শেষে সুপারিশপত্র এবং সার্টিফিকেট প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরি আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর “Apply Now” অপশনে ক্লিক করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপে আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর, ২০২৪। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Times Internet Internship Training 2024: Apply Now